নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

নিজের দলে আগে গনতন্ত্র কায়েম করেন, তারপর দেশের গনতন্ত্রের কথা ভাবিয়েন!

১২ ই মে, ২০১৪ রাত ৯:২৩

তথাকথিত রাজনীতি, রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আসার সময় হয়েছে। জনগন বিশেষ করে তরুণ প্রজন্ম এ যুগের সমাজ, দেশ, বিশ্ব সম্পর্কে সম্যক অবহিত। এক ক্লিকে দুনিয়া পার, এক মুহুর্তে সব তথ্য হাতের মুঠোয়। তথ্য বিকৃতি করার, নিজে যা না, তা ঢাক ঢোল করে প্রচার করার সময় শেষ। সুতরাং সাধু সাবধান।



এতদিন ছিল গনতন্ত্রকে ক্ষমতায় যাবার সিড়ি হিসেবে পাবার জন্য ওটার বিকৃত ব্যবহার, এতদিন ছিল নামকাওয়াস্তে কাউন্সিল ডেকে নিজেকেই পুণঃ পুণঃ আজীবন, আমৃত্যু দলের প্রধান হিসেবে চাপিয়ে দেয়া। এতদিন ছিল বস্তায় বস্তায় টাকা খরচ করে পদ পদবী কিনে নেয়া, এতদিন ছিল নিজেকেই বার বার রেডিও টিভিতে চেহারা মোবারক দেখিয়ে, নিজের বাজনা নিজেই বাজিয়ে ভুয়া ইমেজ ক্রিয়েট করে দেখানো যে 'তিনি'ই একমাত্র অপরিহার্য, তাহার কোন বিকল্প নাই, সুতরাং আবারও তিনিই। এইসব দিন শেষ।



কাজ করবেন স্বৈরাচারের, ঢাল বানাবেন গনতন্ত্রের, এই ধান্ধাবাজির দিন শেষ। গনতন্ত্র মানে গনতন্ত্র। আমি, আপনি, তিনি, তাহারা, আমরা সকলে মিলেই গনতন্ত্র। গনতন্ত্র মানে শুধু আপনি আর আপনার ছেলেপুলে, নাতি নাতনির তন্ত্র নয়।



গনতন্ত্র মানেন তো, 'খিচুড়ী' খাইয়ে নামকাওয়াস্তে কাউন্সিল করে নিজেকেই আজীবন দলের উপর চাপিয়ে দেয়া বন্ধ করেন। নিজেকে এত পন্ডিত মনে করেন কেন? আপনার চেয়ে আপনার দলে কি আর কোন মেধাবী মানুষ নেই? ভন্ডামি বাদ দেন। দু বছর নিজের পারফরমেন্স দেখান, তারপর আপনি যতই 'খান বাহাদুর' হন না কেন, আল্লাহ ওয়াস্তে দলীয় প্রধানের পদ ছেড়ে দেন। অন্যকে সুযোগ দেন। নিজের চেহারা বার বার টেলিভীশনের পর্দায় না দেখিয়ে দলকে, দলের অন্যদেরকেও সুযোগ দেন। নিজের দলে আগে গনতন্ত্র কায়েম করেন, তারপর দেশের গনতন্ত্রের কথা ভাবিয়েন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.