![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, “দেশের অপরাধ নিয়ন্ত্রণ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। নারায়ণগঞ্জ, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের কয়েকটি ঘটনায় দেশের আইন-শৃক্সখলা পরিস্থিতির অবনিতি হয়েছে বলা ঠিক হবে না।”
শুক্রবার সকাল ১১টার দিকে ‘প্রতিরোধ’ নামের একটি যন্ত্রের পরীক্ষামূলক কায্যক্রম উদ্ভোধনকালে তিনি এ কথা বলেন।
হাসবো না কাঁদবো ঠিক বুঝে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে, হাসি আর কান্নার মাঝামাঝি থাকলাম! তবে আন্দাজ করতে পারি, তিনি কিসের ভিত্তিতে এই কথা বলেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন প্রতিমাসে একবার করে 'জেলা আইন শৃংখলা সমন্বয় কমিটি'র সভায় যেতে হতো। সেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সকলেই থাকতেন। যতদুর মনে পড়ে, পুলিশ সুপার তার জেলার থানাওয়ারী একটা মাসিক রিপোর্ট ওই সভায় পড়ে শুনাতেন। সেই রিপোর্টটা আবার তৈরী করে পাঠাতেন থানার ওসি সাহেব।
ইন্টারেস্টিং বিষয় হলো ওই রিপোর্টগুলোতে 'সাম হাউ' কিছু কিছু খাতওয়ারী অপরাধ চিত্রগুলো এমনভাবে পরিবেশন করা হতো যাতে করে সবাইকে বলা যায় যে দেখুন, এই মাসে আগের মাসের চেয়ে অপরাধ কমেছে। তার মানে, জেলার আইন শৃংখলা পরিস্হিতি বেটার দ্যান লাস্ট মান্হ! সেখানে গ্রাফটা করা হতো ডাকাতি, চুরি, ছিনতাই, পকেটমার ইত্যাদি খাতওয়ারী।
আর এগুলো নেয়া হতো তাদের খাতায় রেকর্ডভুক্ত অপরাধ চিত্র থেকে। এখন প্রশ্ন হলো, সবগুলো অপরাধ কি ঠিকমত খাতায় রেকর্ড করা হতো? নাকি হয় কখনো?
আশংকাটা এ জন্যই যে, আমরা মাঝে মাঝেই টিভিতে দেখি বা পত্রিকায় পড়ি যে বাড়ীতে ডাকাত পড়লেও কিংবা রাস্তায় ছিনতাই হলেও অনেকে থানায় যেয়ে রিপোর্ট করতে ভয় পান। কারন সেক্ষেত্রে রিপোর্টকারীকেও নানান ঝামেলায় পড়তে হয়।
নারায়নগন্জের সাম্প্রতিক নিশৃংস ঘটনায় ঠিক যেমনটি র্যাবের এক কর্মকর্তা বলেই ফেললেন যে নজরুলের শশুড়কেই ধরে এনে ইন্টারোগেশন করা দরকার, তাতেই হয়তো আসল তথ্য বের হয়ে যাবে! কি ভয়ংকর। যার ক্ষতি হলো তাকেই জিজ্ঞাসা করতে হবে। আর তার অপরাধ হলো, 'তুই বেটা বললি ক্যা? বলে এখন আমাদের কাজ বাড়ায়া দিলি!
আইজি সাহেব শুনেছি অনেক ট্যালেন্ট মানুষ, সুতরাং বলবো, ঘটনা কিন্তু উল্টো, মানে হলো, 'গোয়ালে আছে কিতাবে নেই', তাই গোয়ালটাই আগে চেক করা দরকার, মাননীয় আইজি সাহেব।
সুত্রঃ Click This Link
২৪ শে মে, ২০১৪ রাত ৩:১১
আব্দুল হালিম মিয়া বলেছেন: এই সব 'কেতাব' আসলে কেউ বিশ্বাষ করে না এটাও বোধ হয় জানেন না আইজি সাহেব, আফসোস!
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৪ রাত ১:৫১
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: ///“দেশের অপরাধ নিয়ন্ত্রণ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। নারায়ণগঞ্জ, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের কয়েকটি ঘটনায় দেশের আইন-শৃক্সখলা পরিস্থিতির অবনিতি হয়েছে বলা ঠিক হবে না।///
শুধু কি তাই? দেশ কয়েকবছর ধরেই উন্নতির জোয়ারে ভেশে গেছে। ভেসে ভেসে কোথায় যে গেছে কেউ জানে না।
খুন গুম এগুলো সব মিডিয়ার সৃষ্টি।সব মিথ্যা কথা। তাই আমরা মিডিয়াকে গুম করার জোর আবেদন জানাচ্ছি।