নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

সেই বাসাটা সবসময়ই সন্ত্রাসীতে ঠাসা।

২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৪৫

বাক বাকুম পায়রা

তাহার বড় ভায়রা

মিন্টু রোডে বাসা।

সেই বাসাটা সবসময়ই

সন্ত্রাসীতে ঠাসা।



কল নাড়েন, কাঠি নাড়েন

সবকিছুতেই মুচকি হাসেন

'মন্ত্রী হবেন' সেই টা ছিল

বহু দিনের আশা!



চান্দাবাজি, ধান্দাবাজি

সবকিছুতেই ছিলেন কাজি

মন্ত্রী হবার আগে,

তারপরও কেমনে জানি

গডফাদার তকমা খানি

থাকেই নিজের বাগে!



তিনজন মাল্লা, দিয়ে দুর পাল্লা

গুম খুন করছেই, ফেলছেই কল্লা

ভোর হলো দোর খোল, খুকুমণি ওঠো রে

এইটাই শেষ চান্স, যতো পারো লুটো রে!



খুলি হাল তুলি পাল, ঐ তরী চললো

ফেলানীর লাশটা কাঁটাতারে ঝুললো

দেশটারে শেষটা হারামীরা করলো

আর কত ঘুমাবে? চোখ মেলে তাকা লো।



আলসে নয় সে, উঠতো সে সকালেই

রোজ তাই চাঁদাভাই, টিপ দিত কপালেই।

জেগে জেগে ঘুমাতো, এই বুঝি আসছে,

হায়দারী হাঁক হেকে কেউ বুঝি ডাকছে!



ডাকটা আর আসে না,

ঘুমটাও আর ভাঙে না

তাই বুঝি তলোয়ার শান দেয়া হয় না।

শুকুর আর কুকুরের রক্তে আর রাঙে না।



ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ

আজ থেকে আর লুটেরাদের নেতা মানি না



চলরে সবাই ওঠরে তোরা,

খাঁড়া করে শিরদাঁড়া,



ঝড় উঠছে, ঝড় উঠছে, সামাল সামাল সামাল তাই

ঐ ক্ষেপছে বাংলা মায়ের অরুন, তরুন, জোয়ান ভাই!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলরে সবাই ওঠরে তোরা,
খাঁড়া করে শিরদাঁড়া,

ঝড় উঠেছে, ঝড় উঠেছে, সামাল সামাল সামাল ভাই
ঐ ক্ষেপেছে বাংলা মায়ের অরুন, তরুন, জোয়ান ভাই!

ক্ষেপেছে কি?

২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:২৭

আব্দুল হালিম মিয়া বলেছেন: সহসাই উঠবে, উঠতেই হবে।

২| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১২:৪০

বকুল০৮ বলেছেন:
দারুণ কবিতা!

২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:২৭

আব্দুল হালিম মিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১:০৭

ড. জেকিল বলেছেন: সুন্দর!!!!!!!!!

২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:২৮

আব্দুল হালিম মিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.