![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাউ খাওয়া, ফাউ 'হিরো' সাজা, ফাউ টাকা কামানো, ফাউ নাম কামানো আমাদের রক্ত মজ্জায়। যে যত বড় ফাকিবাজ, যে যত বেশী স্কুল ফাকি দিয়েছে সে রাতারাতি তত বেশী ধনী হবার, নেতা হবার, নাম কামানোর সুযোগ পেয়েছে। যারা বিভিন্ন গন আন্দোলনে, গণ অভ্যুথ্থানে রক্ত দিয়েছেন, আত্নাহুতি দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন দেখা যাবে তাদের কোন খবরই নেই, তাদের কথা কেউ বলে না, কোন নিউজ হয় না, অথচ যারা সুযোগ বুঝে নিরাপদ সময়গুলোতে ঝটিকাবেগে কয়েকমিনিটের জন্য মিছিলে যোগ দিয়ে কিংবা দুরে দাঁড়িয়ে ফটো সেশন করেছেন, পুলিশ/মিলিটারী আসার আগেই সটকে পড়েছেন এ যুগে তাদেরই দাপট, তাদের জীবনালেখ্য লেখা হয় সেই সব গণ অভ্যুথ্থানের সাহসী সৈনিক, নায়ক হিসেবে।
তাই যদি হয়, তাহলে সত্যিকার অর্থে যারা নির্যাতিত তাদেরকে কেন সম্মাননা দেয়া হবে না? কেন তাদেরকে খুঁজে বের করা হবে না? ১/১১ এ নির্যাতিত অথচ পরীক্ষিত কিছু দুর্নীতিবাজেরাও এখন ওই সময়ের 'নির্যাতন'কে একটা অলংকার হিসেবে নিয়েছেন, সেটাকে ভাঙিয়ে স্ব স্ব দলীয় নেতা নেত্রীদের কৃপা দৃষ্টি আকর্ষনের চেষ্টা করছেন। সেক্ষেত্রে আমিও চিন্তা করছি একজন সত্যিকার নির্যাতিত ব্যাক্তিকে এবার তুলে ধরবো, সম্মাননা দিব। তিনি হলেন, আমাদের 'সোনামুদ্দী'!
সোনামু্দ্দী দীর্ঘদিন আমাদের বাসার কেয়ার টেকার ছিলেন। এখনও মাঝে মাঝে আসেন, টুকটাক কাজ কাম করেন তবে বেশীরভাগ সময়ই অসুস্হ্য থাকেন বয়সের কারনে। এবার দেশে গেলে তার একটাই আবদার ছিল তাকে এক হাজার টাকা দিতে হবে এবং তার চোখের চিকিৎসার ব্যবস্হা করে দিতে হবে।
১/১১ এর সময় আমাদের বাসায় কোন এক ক্যাপ্টেন হাবিবের নেতৃত্বে অভিযান চালানো হয়। বাসায় ছিলেন আমার মা এবং সেই সোনামু্দ্দী। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে সোনামু্দ্দী এগিয়ে এসে দরজা খুলতেই বৃদ্ধ অসহায় সোনামু্দ্দীর গালের উপর নেমে আসে ওই কুলাংগারদের চপেটাঘাত। যারা এসেছিল দেশ থেকে দুর্নীতি দুর করতে, নিরপেক্ষ নির্বাচন দিতে, রাজনীতিকে পংকিল মুক্ত করতে, দুর্নীতিবাজদেরকে চিরদিনের জন্য নির্বাসনে পাঠাতে তারা যখন সাধারন মানুষগুলোর প্রাচীর ভাঙা শুরু করলো, ভয় ভীতি দেখানো শুরু করলো, পাকিস্তানি হানাদারদের মত সোনামু্দ্দীদের গায়ে হাত তোলা শুরু করলো তখনই বোঝা গেছে এরা কোন 'আন্ডা'টা ফেলাবে!
যাই হোক যেহেতু সোনামুদ্দী ১/১১ এর নির্যাতনের শিকারদের একজন, সুতরাং তিনিও ডিজার্ভ করেন একটা একনলেজমেন্টের, তিনিও ডিজার্ভ করেন একটা সম্মাননার। তবে ভয় নেই, নির্বাচনে দাঁড়ানোর মত বয়স এবং অবস্হা তার নেই!
©somewhere in net ltd.