![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্নীতিই বাংলাদেশে দীর্ঘদিনের রাজনৈতিক হানাহানির প্রধানতম কারন। দুর্নীতি না থাকলে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্হা থাকলে জোর করেও কাউকে এমপি মন্ত্রী চেয়ারম্যান বানানো যাবে না। একজন মন্ত্রীকে যদি বলা হয় আপনি শুধু আপনার বেতনের টাকায় সংসার ছেলেমেয়ের পড়াশুনার খরচ, রাজনীতির খরচ চালাবেন, একজন এমপি বা চেয়ারম্যানকে যদি বলা হয় শুধুমাত্র বেতন বা সম্মানী ভাতার উপর আপনার সব খরচ চালাতে হবে, একজন রাজনৈতিক দলের কর্মীকে যদি বলা হয় সারাদিন রাজনীতির নামে দলবাজী করে অবৈধভাবে, চাদাবাজি টেন্ডারবাজি করে কোন রকম পয়সা কামানোর কোন সুযোগ পাবেন না, আপনাদের এসব কর্মকান্ড দেখার জন্য চব্বিশ ঘন্টা আপনাদের মাথার উপর তরবারি ঝুলবে, কোন রকম ব্যতয় হলে কল্লাটা সাথে সাথে কেটে নেয়া হবে, তাহলে ভাবুন, বাংলাদেশে এমন কোন জনদরদী সমাজসেবক খুজে পাওয়া যাবে যে বাপের হালাল কষ্টার্জিত খেটে খাওয়া পয়সা খরচ করে কিংবা নিজে সারাদিন হাড় ভাংগা খাটুনি খেটে উপার্জিত রোজগার দিয়ে রাজনীতি করতে আসবে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হতে আসবে? সেদিনের ফকিন্নির যদি আজ রাতারাতি পাচতলা বিল্ডিং বানানোর ক্ষমতা কেড়ে নেওয়া হয়, কোন পেট্রল বোমা, কোন বাস পুড়ানো, কোন টাল্টি বাল্টির নির্বাচন করে জোর করে ক্ষমতায় থাকা, চলবে? চলবে না। সুতরাং এ মুহুর্তের সংলাপ হতে হবে একমাত্র একটা কারনে, সেটা হলো দেশে আইনের শাষন প্রতিষ্ঠা করার সংলাপ, দুর্নীতি বন্ধ করার সংলাপ। সর্বস্তরের দুর্নীতি।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৭
এম এল গনি বলেছেন: শতভাগ সত্য |
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬
স্পাইক্র্যাফট বলেছেন: এক দল মারবে আর অন্যদল বাঁচাবে, কিন্তু দিন্শেষে দুইদলই সমান।