![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন রাস্তা ঘাটে চলি, অফিসে যাই, বাসায় থাকি, যেখানেই যাই, শুধু অবাক হয়ে মানুষ দেখি। হরেক কিসিমের মানুষ। মানুষের আচরন যখন ভিন্ন দেখি তখনো শুধু কারন খুজি। ভাবি আহারে, অপুর্ব সুন্দর এই মানুষটা এ কাজটা কেন করলো, নিশ্চয়ই কোন কারন রয়েছে। আসুন দেখি, সততার সাথে জীবন চালানোর ও সদা সত্য কথা বলার জন্য বাঁধা গুলো কি, সেটার কিছু নমুনা দেখি:
১) গ্রেফতার, খুন, গুম, অপহরন, নির্যাতিত হবার ভয়
২) দলীয় পদ পদবী হারানোর ভয়
৩) কারো চোক্ষুশুল হবার ভয়
৪) পাছে লোকে কিছু বলার ভয়
৫) দলীয় নির্দেশনা পালনের বাধ্যবাধকতা
৬) ধর্মীয় গোড়ামী
৭) ঘুষ না পাবার ভয়
৮) দুর্ণীতির ভাগ না পাবার ভয়
৯) রাতারাতি নাম কামানোর লোভ
১০) বিনা শ্রমে বাব দাদার তৈরী ছনের ঘরকে রাতারাতি বিল্ডিং বানানোর লোভ
১১) উপরের বসকে খুশী করে নিজেকে তার গুডবুকে রাখার অনৈতিক প্রতিযোগীতা
১২) মেয়ে বন্ধু বা আত্নীয় স্বজনের সামনে অপমান হবার ভয়
১৩) গুলশান বনানী উত্তরা পুর্বাচলে প্লট পাবার লোভ
১৪) নুতন টেলিভিশনের লাইসেন্স পাবার লোভ
১৫) নেতার পিছ পিছ ঘুরে রাত্রিতে বাড়ী ফেরার সময় দুইশত টাকা পাবার লোভ
১৬) সকাল বিকাল নেতার সাথে দু বেলা ভালো মন্দ খাবারের লোভ
১৭) অবৈধভাবে ভিআইপি সুবিধা পাবার লোভ
১৮) পরে এসে আগে যাবার, আগে পাবার সুযোগের লোভ
১৯) রাতারাতি অনৈতিকভাবে নাম কামানোর লোভ
২০) রেডিও টিভির টকশোতে সুযোগ পাবার লোভ
২১) যোগ্যতা ছাড়া চাকুরী পাবার লোভ
২২) যোগ্যতা ছাড়া ব্যবসা বাগানোর লোভ
২৩) যোগ্যতা ছাড়া প্রমোশন পাবার লোভ
২৪) বিনা ভোটে এমপি হবার লোভ
২৫) তদবীর করে মন্ত্রী হবার লোভ
২৬) তদবীর করে ঢাকায় পোস্টিং এর লোভ
২৭) ফাও বিদেশ ভ্রমনের সুযোগ
২৮) ফাউ হোটেল রেষ্টুরেন্টে খাবার লোভ
২৯) ক্যাম্পাসে মেধায় নয়, জোর করে হলের সীট পাবার লোভ
৩০) অন্যায় করেও পুলিশের সামনে বুক ফুলিয়ে ঘুরার সুবিধা
৩১) বিনা টিকেটে রেল ভ্রমনের সুযোগ
৩২) সরকারী গাড়ী, তেল ও সারকিট হাউজ ব্যবহারের অবৈধ সুযোগ
৩৩) সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বিদেশে আদম পাচারের সুযোগ
৩৪) অবৈধ জিনিষ বহন করেও বিমান বন্দরের ভিআইপি সুবিধা নিয়ে নিরাপদে বের হয়ে আসার সুযোগ
ইত্যাদি....................ইত্যাদি....................ইত্যাদি
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৭
আব্দুল হালিম মিয়া বলেছেন: ভালো প্রশ্ন করেছেন, ভেবে দেখি নি তো!
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৩
প্রথম বাংলা বলেছেন: সত্য বলার ভয়! ঠিক বলেছেন==
আচ্ছা, মিথ্যা বলার বাধা কি?