![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুগটাই এমন এখন
নষ্টরাই উৎকৃষ্ট যখন।
সত্যরাই মিথ্যা তখন
ছিচকে চোর আর
বাটপারের দল
খায় না শুধুই মন্ডা মাখন
মনের সুখে লুটপাট, লুচ্যামি করেও
সদা সততার সাথে চলতে
অবিরাম বিতরন করে
'সদা সত্য বলিবে' উপদেশ আর ভাষন।
বুদ্ধিজীবির বুদ্ধি খুঁজতে আর বই পড়া দরকার হয় না,
শিল্পীর রোজ সকালে থাকে না রেওয়াজ,
গভীর রাত অবধি নেতা নেত্রীর বৈঠকখানাই
ঠিক করে দেয়
আগামীকাল কে হবেন নুতন দশজনের একজন
দেশের সেরা প্রজাপতি, বিশ্বের বিশিষ্ট চিন্তাবিদ
কে পাবেন মরনোত্তর পদক, কে হবেন পৌর পিতা!
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকেও
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ