![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে একটা অভাবিত ঘটনা ঘটেছে কিন্তু সেটার মিডিয়া কাভারেজ সেভাবে হয় নি বলে আমার কাছে মনে হয়।
মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ রিকসায় করে গ্রামের বাড়ীতে গেলে সেটা অনেক খবর হয়, স্যান্ডেল পরে থাকলে খবর হয়, উনাকে পৃথিবীর অন্য অনেক উদাহরন সৃষ্টিকারী রাষ্ট্রনায়কদের সাথে তুলনা করা হয়। আমি একমত হতে পারি না। মুল কারন, কেউ একজন ব্যাক্তিগতভাবে স্যান্ডেল পরলে বা কিছুক্ষণের জন্য রিকাসায় চড়লে দেশ ও জাতির কিছু যায় আসে না। তবে দেশের চিকিৎসা ব্যবস্হা উন্নত করার কথা বলে নিজে বিদেশে গিয়ে চিকিৎসা করলে সেই দেশের চিকিৎসা ব্যবস্হা উন্নত হতে হাজার বছর লেগে যেতে পারে।
দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দুদিন আগে সেই কাজটাই করেছেন। যার জন্য আমি অপেক্ষা করছিলাম যে তিনি করবেন না, কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদ করবেন। করেন নি, যেটা শেখ হাসিনা করেছেন। তিনি গাজীপুরে সদ্য প্রতিষ্ঠিত বেগম ফজিলাতুন্নেছা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ঘোষনা দিয়েছেন, তিনি অসুস্হ্য হলে যেন তাকে এয়ার এম্বুলেন্সে করে বিদেশে চিকিৎসার জন্য নেয়া না হয়। তিনি তার সমস্ত চিকিৎসা এখন থেকে দেশেই করাবেন।
এই যে সুনির্দিষ্ট কথাটা তিনি বলেছেন, বাংলাদেশের সমাজ ব্যবস্হা পরিবর্তনের সত্যিকার একটা সুনির্দিষ্ট পদক্ষেপ তিনি নিয়েছেন, এর কোন তুলনা হয় না। তিনি যদি এই কথাটা রাখতে পারেন, তাহলে খুব অল্প সময়ে দেশের চিকিৎসা ব্যবস্হার আমুল পরিবর্তন সাধিত হবে বলে আমার বিশ্বাস।
অবশ্য সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের মত যদি কিছু দিন সাইকেল চালিয়ে অফিস যাবার মত অযথা চমক সৃষ্টি করে সাময়িক দৃষ্টি আকর্ষন বা দৃষ্টি ফেরাতে চান তাহলে ভিন্ন কথা! আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় আস্হা রাখতে চাই। অপেক্ষায় আছি, এবার দেশনেত্রী শহীদ জিয়া পত্নী বেগম খালেদা জিয়া এবং উপজেলা বিকেন্দ্রিকরনের জনক সাবেক রাষ্টপতি পল্লীবন্ধু এরশাদ সাহেবও খুব সহসাই এমন ঘোষনা দিয়ে জাতিকে চিরদিনের জন্য উপকৃত করবেন।
এমনো হতে পারে দেশের সকল জাতীয় নেতৃবন্দ এই একটা বিষয়ে খুব তাড়াতাড়ি বায়তুল মোকারম মসজিদের সামনে হাতে হাত রেখে জাতির উদ্দেশ্যে ঘোষনা দিবেন আজ থেকে তারা যতদিন জীবিত থাকবেন বিদেশে চিকিৎসা নিতে যাবেন না। মাননীয় বি চৌধুরী, ডক্টর কামাল, বঙ্গবীর কাদের সিদ্দিকী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আসম রব, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কি পারেন না সহসাই যুগান্তকারী এই কাজটা করতে? জাতীয় ঐক্যমতের এটাও একটা সুযোগ বটে।
দেখা যাক! স্যালুট জানাচ্ছি জননেত্রীকে, অন্যদেরকেও জানানোর অপেক্ষায় থাকলাম।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৩
আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৪
গেম চেঞ্জার বলেছেন: যেভাবে রাবার টানছেন আমার আশা করতে ভয় লাগছে। যাক শুরু তো হইছে। কি কন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৫
আব্দুল হালিম মিয়া বলেছেন: ভাল কাজের রাবার টেনে যদি ছুটেও যায়, যেখানে ফিরে যাবে সেটা ভালই। সুতরাং টানলে ভালটার টানাই ভাল। কি বলেন!
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১২
ভাইরাস ব্যাকটেরিয়া বলেছেন: সহ মত।পরিবর্তনের হাওয়া।তবে সে হাওয়া জনগনের মন জুড়ায় নাকি দেহ জুড়ায় সেটাই জলন্ত বিষয়
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৬
আব্দুল হালিম মিয়া বলেছেন: দেখা যাক, সময় বলে দিবে। ধন্যবাদ।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৫
Mmh Mahamud বলেছেন: পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে , দেখা যাক এই হাওয়ায় পাল তুলে কতদূর পর্যন্ত যাওয়া যায় ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৬
আব্দুল হালিম মিয়া বলেছেন: রাইট। বস্তাপচা রাজনীতির দিন শেষ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯
বৃত্তবন্দী বিন্দু বলেছেন: ভাল বলেছেন।