![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফুরন্ত শক্তির একটি শ্লোগান জয় বাংলা.......
সারা জাতীকে ঐক্যবদ্ধ করতে এই শ্লোগানের সমকক্ষ আর কোন শ্লোগান নেই। মুক্তিযুদ্ধে এই শ্লোগান সারা জাতীকে ঐক্যবদ্ধ করেছিল।
পদ্মা,মেঘনা,যমুনা, তোমার আমার ঠিকানা।
যুদ্ধাপরাধীদের বিচার এর দাবী , নির্বাচনী মেনিফেষ্টুতে যুক্ত করে মহাজোট । বিশাল এক গণরায় এর মাধ্যমে , আওয়ামীলীগ এর নেতৃত্বাধীন এই মহাজোট ক্ষমতাসীন হয়। চাপা একটি ক্ষোভ মনের ভিতর চাপা দিয়ে রেখেছিল সারা দেশের মানূ্ষ। জয় বাংলা এবং বঙ্গবন্ধুকে দলীয় করন করে আওয়ামীলীগ এক মহা ভূল করেছে। এই মহাভূলের সমীকরণে আওয়ামীলীগ কে দীর্ঘদিন ক্ষমতার বাহিরে রেখে ছিল।
আজ যে কারণে জাতী ঐক্যবদ্ধ, শুধু অল্প কিছু ভোটের হিসাবের কারণে জনতার দাবী উপেক্ষিত হতে পারে না।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: এই যে হাসান আরিফ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করবেন না, ফলাফল ভালো হবে না। এই সমাবেশের মানুষকে ভাগ করার চেষ্টা করবেন।
আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ
কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে
Click This Link