![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক রাক্ষুস এক রাজকুমারীকে বন্দী করে রেখেছিল। অনেক দিন রাক্ষুসের কাছে বন্দী থাকার পর একদিন রাজকুমারী রাক্ষুস কে মিষ্টি করে বলল । আচ্ছা রাক্ষুস তোমার তো অনেক শক্তি ,তুমি তো যা ইচ্ছা তাই করতে পারবে তাই না। তোমার এমন শক্তি যে , আমার মনে হয় তোমাকে কেউই মারতে পারবে না। রাক্ষুস রাজকুমারীর মিষ্টি কথায় উতফুল্ল হয়ে তাকে বিশ্বাস করে নিজ থেকেই বলতে লাগলো , কেন আমাকে মারতে পারবে না। ঐ যে একটি বাকস দেখছ তার ভিতরে একটি ছোট কৌটায় রাখা আছে আমার প্রাণ ভ্রোমরা। সেই প্রাণ ভ্রমরা হাতে নিয়ে আমাকে প্রাণে মারতে পারবে।
রাজকুমারী তো মনে মানে অনেক খুশি হলো, পরের দিন রাজকুমারী রাক্ষুস কে জিজ্ঞেস করলো আজকে কোথায় যাবে সে বলল কাছেই যাবে। তার মানে উল্টো করে বলে আজ দূরে যাবে। যেই রাক্ষুস চলে গেল রাজকুমারী খাঁচা থেকে বেড়িয়ে ঐ কোটা থেকে রাক্ষুসের প্রাণ ভ্রমরা টা হাতে নিল।
প্রাণ ভ্রমরা হাতে নিতেই রাক্ষুস বুঝে গেল এবং তার ছদ্মবেশ ছেড়ে আকাশ পাতাল গর্জন করে রাজকুমারীর দিকে ছুটে আসতে লাগলো। রাজকুমারী প্রথমে তার একটা হাত ভেঙ্গে দিল। সে তারপর আরো ভয়ংকর হয়ে চিতকার করতে করতে আসতে লাগল। তারপর রাজকুমারী তার একটি পা ভেঙ্গে দিল । তারপরও আরো ভয়ংকর হয়ে রাজকুমারীর কাছাকাছী আসতেই রাজকুমারী তার ঘাড় ভেঙ্গে একেবারে প্রাণটা কেড়ে নিলো রাক্ষুসের।
মনে রাখবেন বন্ধুগণ বি,এন,পির প্রাণ ভ্রমরা হলো , জামাত শিবির।
তাদের রুখে দাড়াতে হবে এখনই।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
রিওমারে বলেছেন: ভোটের রাজনীতিতে জামাত সব দলের কাছেই প্রান ভোমরা।। বিএন পি নির্বাচনে না আসলে জামাতের সাথে আওয়ামিলিগ নির্বাচন করবে এটি সত্য।