![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনি বাংলাদেশের সম্মানিত প্রাণি, তিনি জলে, স্থলে এবং আকাশ পথে মানুষকে পরাস্থ করতে খুবই পারদর্শি। তিনিকে ১মবারের চেষ্টায় পাওয়া যায় না মারাও যায়না। খুব চালাক এবং চতুর প্রকৃতির। গোপন সুত্রে জানতে পারলাম তিনি দেশের প্রভাবশালিদের খুব নিকটাত্বীয়। তিনি এতই শক্তিশালীযে শান্তি রক্ষায় তিনিকে নোবেল পুরস্কার দেয়ার জন্য মনোনয়ন দেয়া হচ্ছে। আমারিকার শান্তি রক্ষী মিশনে তিনি তাদের সহযোগি। তাই নোবেল পেয়েও যেতে পারেন। তিনি সম্মানের সহিত বলতে হয় ফাইব স্টার হোটেল থেকে শুরু করে অজো পাড়া কলোনি সব স্থানে বীর দর্পে রক্ত শোষন করে যাচ্ছেন। গরিব ধনি কেউকে তিনির অত্যাচার থেকে বাচার কোন উপায় নাই। তিনি এতই শক্তিশালী যে কোন কীটনাশকে এখন আর কাজ হয় না। তিনির এতই ক্ষমতা কিন্তু কেউ তিনিকে পুজো করে না। তিনির নামে কোন মুর্তি নাই মন্দির নাই। জয় মশক মহাশয়।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩
HAS TAG বলেছেন: জয় মশকের জয়
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: হা হা হা