নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলামিতেও সুখ আছে;

রাইসুল নয়ন

আমি

রাইসুল নয়ন › বিস্তারিত পোস্টঃ

একটি সনেট লেখার অপচেষ্টা

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৩

আমি সাধক হয়েছি হ্যা সাধকই তো !

জীবন গেলো সাধনে ঐ কৃষ্ণ হৃদয় ।

দেখে নিস ভুলে যাবো এ অমাবস্যায় ,

সাধনে কি আর পাবো নিজের আশায় ?

আমি গৃহত্যাগী সুখ আশাই নিরাশা ।

সম্বল বলতে আছে সেই ধ্রুব তারা ।

আরাধনা থেমে আছে আরাধ্য জানিনা ।

বিষে বিষে নীল হবো হবি কি আরাধ্য ?



সাধনায় সবকিছু নীল হল আজ

তবুও তোকে পাওয়া হল না আমার ।

হে দেবী বলেছিলি অন্য হৃদয় খোঁজ !

সাধ্য নেই ও চোখ থেকে সরে যাবার ।

আমি পথে আছি সময় করে আসিস !

পোড়া চোখে তোর মুখ, সহেনা দহন ।











অনেক কষ্টে লিখেছি, মুক্ত আলোচনার অনুরোধ রইলো ।



ভুল ত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন , আশায় থাকলাম ।

মন্তব্য ৯৮ টি রেটিং +২২/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৬

এম হুসাইন বলেছেন: প্রচেষ্টা সার্থক!
+++

চলুক কবির সাধনা......

ভালো থাকুন।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

রাইসুল নয়ন বলেছেন: সার্থক কতটা জানিনা ভাই ।
তবে হয়তো অনেক বড় দুঃসাহস করে ফেলেছি ।

আপনিও ভালো থাকুন ।

২| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সাধনায় সবকিছু নীল হল আজ
তবুও তোকে পাওয়া হল না আমার ।
হে দেবী বলেছিলি অন্য হৃদয় খোঁজ !


অন্য হৃদয় কোথায় পাই দেবী?

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

রাইসুল নয়ন বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: অন্য হৃদয় কোথায় পাই দেবী?

একই প্রশ্ন তো আমারও , কবি !!!!

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হে দেবী বলেছিলি অন্য হৃদয় খোঁজ ! :P ভাল লাগল। শুভ সকাল। শুভ কামনা রইল।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

রাইসুল নয়ন বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগছে :)


আপনার জন্য ও শুভকামনা ।

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৪

মাক্স বলেছেন: ভালো লেগেছে!

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

রাইসুল নয়ন বলেছেন: ধন্য হলাম ।

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৯

পড়শী বলেছেন: ++++++ খুব সুন্দর।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০

রাইসুল নয়ন বলেছেন: পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

ভালো থাকুন ।

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২০

সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।

শুভ কামনা।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

রাইসুল নয়ন বলেছেন: জেনে খুশী হলাম ।


অনেক ভালো থাকুন ।

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৯

একজন নিশাচর বলেছেন: Mobile theke comment kortechi. Plus button kaj kore na :(

Chaliye ja.

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

রাইসুল নয়ন বলেছেন: প্লাস দিতে হবেনা বন্ধু, তুই পড়েছিস তাতেই এ অধম ধন্য :)

৮| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২

সাহিদা আশরাফি বলেছেন: অনেক ভাল লাগলো :) :)

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

রাইসুল নয়ন বলেছেন: পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

শুভকামনা রইলো ।

৯| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

একজন আরমান বলেছেন:
দুর্দান্ত।
নয়ন ভাই আমার অনেক দিনের ইচ্ছা একটা সনেট লেখার।

আপনি শিখাবেন?

যদি আগ্রহী হন তাহলে ঢাকা আইসা আমারে একটা কল দিয়েন। আর না হলে গৌরনদী আইসা আমি আপনারে কল দিমুনে। :)

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

রাইসুল নয়ন বলেছেন: তাই ?

লিখে ফেলো ।

আমার কাছে সনেট শিখবে, ভালোই কইলা :)

আমি যতটুকু জানি জানাতে পারলে ধন্য হবো ।

১০| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭

হাসানুর বলেছেন: সুন্দর হইছে....

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

রাইসুল নয়ন বলেছেন: পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
ভালো থাকুন ।

১১| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯

ম.র.নি বলেছেন: সনেট কবিতার নাম কি? পোস্টের শিরনামই কি কবিতার হ্যাডিং? আর চৌদ্দ, আট ছয়ে লিখেলেই সনেট হলো।পোস্টে তাই মাইনাচ।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

রাইসুল নয়ন বলেছেন: ব্লগে স্বাগতম ।

সনেট কবিতার নাম দিতে পারিনি , আর চৌদ্দ, আট ছয়ে লিখেলেই সনেট হয় না , আমি যা সামান্য জানি তা হচ্ছে, প্রথম আট লাইন এ যে ভাব উদিত হবে শেষের ছয় লাইনে তা প্রকাশ পাবে ।আর ছন্দের মিল থাকা আবশ্যক ।
আমি কতটা পেরেছি তা পাঠকের বিচার :)

আপনি যদি ভুলগুলো আমাকে একটু বুঝিয়ে বলতেন তাহলে চির কৃতজ্ঞ থাকতাম ।
আপনাদের থেকে শিখতে চাই ।

আপনার নির্দেশনার অপেক্ষায় থাকলাম ।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

রাইসুল নয়ন বলেছেন: (ক খ) (গ গ) (ঘ ঘ) (ঘ ঙ) (চ ছ) (চ ছ) (জ ঝ)

১২| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার ++++++++++

২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

রাইসুল নয়ন বলেছেন: পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

এতো প্লাসের যোগ্য নয় এ কবিতা, তবুও মাথা পেতে নিলাম ।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২

জানতে চায় বলেছেন: ভাই ভালো কবিতা :)


কিছু মনে করবেন না
এটি সনেট হয় নি

এর মিলবিন্যাস

ক,খ,ক,খ,খ,ক,খ,ক গ,ঘ,ঘ,গ,ঙ,ঙ

২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

রাইসুল নয়ন বলেছেন: বর্ণের মিল কি এমনই হতে হবে ?

আমার জানা ছিল না :)

আমি এভাবে লিখেছি ।
ভেবে দেখার অনুরোধ রইলো ।

(ক খ) (গ গ) (ঘ ঘ) (ঘ ঙ)

(চ ছ) (চ ছ) (জ ঝ)

১৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

শ্রাবণ জল বলেছেন: জানতে চায় বলেছেন: এর মিলবিন্যাস

ক,খ,ক,খ,খ,ক,খ,ক গ,ঘ,ঘ,গ,ঙ,ঙ


আমিও এমন কিছু ই জানতাম।

সনেট হয়েছে কি না, তা নিয়ে কিছু বলব না আর।

কবিতে হিসেবে ভাল লেগেছে।
সুন্দর লিখেছেন।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

রাইসুল নয়ন বলেছেন: লেখক বলেছেন: বর্ণের মিল কি এমনই হতে হবে ?

আমার জানা ছিল না :)

আমি এভাবে লিখেছি ।
ভেবে দেখার অনুরোধ রইলো ।

(ক খ) (গ গ) (ঘ ঘ) (ঘ ঙ)

(চ ছ) (চ ছ) (জ ঝ)


পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
আমি যেভাবে লিখেছি এভাবে লিখলে কেন হবেনা, যদি বুঝিয়ে বলতেন, অনেক খুশী হতাম ।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

*কুনোব্যাঙ* বলেছেন: কৃষ্ণ বিনে বাংলা সাহিত্য অপুর্ণ। প্রচেষ্টায় সাধুবাদ। অনেক ভালো লাগল।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

রাইসুল নয়ন বলেছেন: আপনার ভালোলাগা আমার জন্য আশীর্বাদ ।

পাঠে অশেষ কৃতজ্ঞতা, অনেক অনেক ভালো থাকুন ।

১৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫

জুন বলেছেন: আমি গৃহত্যাগী সুখ আশাই নিরাশা ।
সম্বল বলতে আছে সেই ধ্রুব তারা ।


মাইকেল মধুসূদনের সনেটের মত লাগছে একটু একটু :)

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮

রাইসুল নয়ন বলেছেন: বিশাল আকাশের সাথে তেলাপোকার তুলুনা করলেন আপা !!!

ওপরে অনেকেই বলছে সনেট হয়নি , আর আপনি :(

পড়েছেন তাতেই খুশী ।

শুভকামনা নিরন্তর ।

১৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

সুপান্থ সুরাহী বলেছেন:
অনেকেই অন্তমিল বিষয়ক সমস্যাটার কথা বলেছেন...
তাই আমি বললাম না। তবে বর্তমান সময়ের কবিতা ভাবনায় সনেট তার আবেদন হারিয়েছে অনেকটাই। এখনের কবিতা উপমার বৈচিত্র্য, ভাবের গভীরতায় আর বাণীর উৎকর্ষে গড়ে ওঠে।

তবে আপনার কবিতা ভাবনা ভাল লেগেছে...

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২১

রাইসুল নয়ন বলেছেন: সুপান্থ সুরাহী বলেছেন:
অনেকেই অন্তমিল বিষয়ক সমস্যাটার কথা বলেছেন...
তাই আমি বললাম না । কেন ? আমি কিন্তু আপনাদের মুক্ত আলোচনার অনুরোধ করেছিলাম ।
অনেকের কথা আসছে কেন, আপনি আমাকে সাহায্য করুন ।


পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

১৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

আশিকুজ্জামান পিয়াশ বলেছেন: সনেট আসলেই অনেক কষ্টের ফল হয়। ভাল লাগা

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

রাইসুল নয়ন বলেছেন: ভালোলাগা কৃতজ্ঞ চিত্তে গ্রহন করলাম ভাই ।

কষ্ট , তা তো হবেই । কবিতা সন্তানের মতো ।

ভালো থাকুন ।

১৯| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

সুপান্থ সুরাহী বলেছেন:


হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন; -
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কাটাইনু বহু দিন সুখ পরিহরি।
অনিদ্রায়, নিরাহারে সঁপি কায়, মনঃ
, মজিনু বিফল তপে অবরেণ্যে বরি; -
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন!

স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে -
"ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!"
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে।


উপরের এটা মাইকেলের একটা বিখ্যাত সনেট... এখানে অন্ত মিল আছে...

অষ্টক











ষষ্ঠক








এখন আপনি যে অন্ত মিল দিয়েছেন এটার কী কোন প্রমাণ্য সনেট আছে?

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭

রাইসুল নয়ন বলেছেন:

তাহলে আপনি বলতে চাচ্ছেন এই বর্ণের মিল ছাড়া লিখলে সনেট হবেনা ?
এটা মাইকেলের বিখ্যাত সনেট তা আমি জানি ।

সনেট যে পেত্রকিয় আদলে লিখতে হবে এমন কোন বাধ্য বাধকতা আছে কি ?
আমি আমার কবিতার বর্ণের বিন্যাস করেছি, এটা কি যথেষ্ট নয় ?


সনেট দুই প্রকার, শেক্সপীয়রিও, পেত্রকিয় ।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২০| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৮

বোকা ডাকু বলেছেন: খাইসে আমারে!!! কেম্নে পারলেন বাই! ! ! B:-) B:-)

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯

রাইসুল নয়ন বলেছেন:


পারলাম আর কই !!
পেত্রকিয় স্টাইল চেষ্টা করতে হবে, নইলে ভাত নাই :)

পাঠে অশেষ কৃতজ্ঞতা ভাই।
ভালো থাকুন ।

২১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৯

প্রিন্স হেক্টর বলেছেন: মধু :) মধু :) মধু :)

সনেট কেমন হইছে জানি না, কবিতা খাসা হইছে B-))

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০১

রাইসুল নয়ন বলেছেন: সত্যি খাসা হইছে ?


জেনে ভালো লাগলো ।
প্রশংসা কার না ভালো লাগে !!!

২২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: চমতকার

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৯

রাইসুল নয়ন বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান সাব ।

পাঠে অশেষ কৃতজ্ঞতা, আর শুভকামনা জানিবেন নিরন্তর ।

২৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৫

খায়ালামু বলেছেন: সনেট ভালো বুঝিনা.। তবে কবির কবিতা বোঝার চেষ্টা করি।। :)
সাধনার গাড়ি চলতে থাকুক :)

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১১

রাইসুল নয়ন বলেছেন: আমিও ভালো বুঝিনা :)

সাধনার পেত্রকিয় গাড়ি চালানো শুরু করবো, নইলে ভাত পাচ্ছিনা :)

অশেষ কৃতজ্ঞতা আর সেই সাথে শুভকামনার ডালি রাশি রাশি ।

২৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১০

সুপান্থ সুরাহী বলেছেন:
আপনার সাথে আমি বিতর্কে যাচ্ছি না...

আবার পেত্রার্কীয় বাধ্যবাধকতার কথাও বলছিনা...

আমি যেটা বলতে চাইছি সেটা হল অন্তমিলগুলো ভাল লাগে নাই। তাই বলছিলাম আপনার মিলবিন্যাসের প্রমাণ্য একটা সনেট দেখাতে!

আমি সনেট নিয়ে খুব আগ্রহী না। লেখার শুরুর দিকে খুব ট্রাই করতাম সনেট লিখার। কিন্তু এখন আর আগ্রহ পাইনা। তবে পাঠে আনন্দ পাই।

অপরপক্ষে কবিতায় কোনরকম বাধ্যবাধকতাকে যেমন কেয়ার করি না আবার একেবারে যাচ্ছেতাই ভাঙ্গনকেও সমর্থন করি না। যদিও আমার মতামতের কারণে কারো কিছুই আসবেনা যাবেনা!!

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৩

রাইসুল নয়ন বলেছেন: সুপান্থ সুরাহী বলেছেন:
আপনার সাথে আমি বিতর্কে যাচ্ছি না...

বিতর্কে যাবো কেন?
আপনি আমি ভাই ভাই :)

এটার আদলে মাইকেল , পেত্রাক , শেক্সপিয়ারের সনেট না থাকলে এটাকে সনেট বলা যাবেনা তা মানতে পারছিনা :)

আর অন্তমিল ? আপনার ভালো কেমনে লাগবে আমারই লাগেনাই :)

আমি আপনাকে আরও তথ্য দিতে আগ্রহী যদি দয়া করে অ্যাড করেন http://www.facebook.com/raisul.nayon

২৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

সায়েদা সোহেলী বলেছেন:
। সাধনায় সব কিছু নীল হলো আজ ,। । । ।

Keep it up bro

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করিলাম :)

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

রাইসুল নয়ন বলেছেন: হাজিরা গৃহীত হল :)


পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

ভালো থাকুন ।

২৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৩

আমিনুর রহমান বলেছেন:

কবিতায় +++

আলোচনা চলুক ...।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৮

রাইসুল নয়ন বলেছেন: আপনার আগমনে খুশী হলাম ভাই ।
প্লাস দিয়ে কি করবো ! কিছু বলে জান !!!

আলোচনা চলুক :)

২৭| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৭

shfikul বলেছেন: সনেট হয়েছে কী হয় নাই আমি সেই তর্কে যাব না।কারণ আমি সনেট তেমন বুঝি না।তার চেয়েও বড় কথা সনেটের ব্যাপারে আমার আগ্রহ কম।কবিতায় আমার আগ্রহ শুধু গদ্য কবিতার প্রতি।এটা লেখার বেলায়,আর পড়ার বেলায় সব পড়ি।কিন্তু সনেটের প্রতি আগ্রহ একদম কম।আট আর ছয় এর হিসাবটা ঠিক আছে।অন্তমিল থাকলে আরো ভালো লাগতো।শুভ কামনা আপনার জন্য।কবিতায় প্লাস।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪০

রাইসুল নয়ন বলেছেন: :) সফিক ভাই যে , কেমন আছেন ?

সৎ স্বীকারোক্তি এবং বিশ্লেষণধর্মী আলোচনায় সকালটা শুভ লাগছে ।

আপনার আজীবন শুভ হোক ।

অকৃপণ হস্তে অধমের ভালোবাসা গ্রহন করবেন আশা করি ।

২৮| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০

অদৃশ্য বলেছেন:




লিখাটি কিন্তু বেশ ভালো লাগলো...


শুভকামনা....

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭

রাইসুল নয়ন বলেছেন: আপনাকে দেখেও বেশ ভালো লাগছে , কেমন আছেন ?

ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম ।

আপনার জন্যেও শুভকামনা ।

২৯| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন: সায়েদা সোহেলী বলেছেন:
। সাধনায় সব কিছু নীল হলো আজ ,। । । ।

Keep it up bro

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করিলাম



মন্তব্য সহ পোষ্ট ভালো লাগলো ।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩

রাইসুল নয়ন বলেছেন: হাজিরা গৃহীত হল :)


পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

ভালো থাকুন ।



কন্ট্রোল ছি আর কন্ট্রোল ভি যে কেডা বানাইছিল =p~ =p~

৩০| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

বোকামন বলেছেন:
সম্মানিত রাইসুল নয়ন,

আপনার প্রচেষ্টায় সাধুবাধ! চেষ্টা না করলে নতুন কিছু হবে কী করে।
এইভা্বেই চেষ্টা করে যেতে থাকেন, মাইকেল , পেত্রাক , শেক্সপিয়ার গুনী ব্যক্তিবর্গ নিশচয়ই একদিনে হন নি!

আপনার জন্য শুভকামনা নিরন্তর

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

রাইসুল নয়ন বলেছেন: আপনার মন্তব্যে সনেট চর্চার সাহস পাচ্ছি ভাই,
অনেক ধন্যবাদ, আমি সত্যি অনেক কৃতজ্ঞ ।

আমি কবিতা সম্পর্কে যা জানি তা দিয়ে পথ চলা অসম্ভব প্রায় :)

তবুও সাহস করে মাঝে মাঝে লিখে ফেলি ।

শুভেচ্ছা রাশি রাশি, ভালো থাকুন প্রতি মাইক্রো সেকেন্ড ।

৩১| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

আমি তুমি আমরা বলেছেন: ভাল প্রচেষ্টা। চালিয়ে যান :)

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

রাইসুল নয়ন বলেছেন: চেষ্টা করবো ।

পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

ভালো থাকুন ।

৩২| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথম আট লাইন এ যে ভাব উদিত হবে শেষের ছয় লাইনে তা প্রকাশ পাবে ।আর ছন্দের মিল থাকা আবশ্যক ।

আর সঠিক বিন্যাস হল

অষ্টক

ক খ ক খ খ ক খ ক

ষষ্ঠক

গ ঘ ঘ গ ঙ ঙ

এখন সেটা শেক্সপীয়রিও বা পেত্রকিয় যে ভাবেই লেখা হোক না কেন ছন্দ বিন্যাস এটাই হতে হবে। আর এটাই সনেটের নিয়ম।

তবে এটা সঠিক সনেট শুধু ভাবগত দিক থেকে হয়েছে ছন্দে হয় নি। যাই হোক অসাধারন একটি কবিতা হয়েছে।

অসাধারন ++++++++++++++++

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

রাইসুল নয়ন বলেছেন: মূল্যবান মন্তব্যে খুশী হলাম ।

যাই হোক সনেট লেখার চেষ্টা করবো, এখন তো অর্ধেকটা হল পরেরটা পুরটা হবে :)

ভালো থাকুন ।

৩৩| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

তুষার বর্ষন বলেছেন: সনেট কি আর কথার কথা! :P
ভালো লাগলো ..আরো ভালোর আশায় রলুম

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

রাইসুল নয়ন বলেছেন: তুষার বর্ষন বলেছেন: সনেট কি আর কথার কথা!

সহমত ভাই ।

এর চেয়ে ভালো লেখার চেষ্টা করবো, পারবো কিনা জানিনা ।

ভালো থাকুন ।

৩৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

কালা মনের ধলা মানুষ বলেছেন: কবিতা বুঝিনা, পড়াও হয়না। কিন্তু, এই লেখাটা পড়তে খুব ভাল লাগল।

+++++++++++++++

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

রাইসুল নয়ন বলেছেন: তুচ্ছ আমার লেখা পড়তে যদি ভালো লাগে তাহলে আরও অনেক বড় মনের বড় মাপের কবি আছে ব্লগে তাদের কবিতা নিশ্চয় আপনার ভালো লাগবে ।
পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
ভালো থাকুন ।

৩৫| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: লিখি কিন্তু বুঝিনা... যাই আসে তাই...


কবির কবিতা ভালো লাগল এইটুকু বলতে পারি.. শুভকামনা...

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২২

রাইসুল নয়ন বলেছেন: এই বা কম কিসে !!

ভাললেগেছে জেনে ভালো লাগছে ।

আর আপনিও অনেক ভালো লেখেন ।

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সনেটের সবগুলো বৈশিষ্ট্য দূবোধ্য মনে হয়।সব স্পষ্ট হলে ই লেখার চেষ্টা করা যায়। আপনার কবিতা ভাল লেগেছে।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

রাইসুল নয়ন বলেছেন: প্রিয় সেলিম আনোয়ার ভাই,
ছোট বেলা থেকেই সনেটের প্রতি তীব্র আকর্ষণ, আর তাই এ দুঃসাহস করেছি ।

ভালো থাকুন কবি ।

৩৭| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪

নেক্সাস বলেছেন: অষ্টক আর ষটকের ধারা ঠিক আছে। মাত্রাও ঠিক আছে। কিন্তু অন্তমিলে পুরাই ঘাটতি আছে। আর লিরিক্যাল মানে গীতি কবিতা ঢং হয়ে গেছে। কাব্যিক বিন্যাস টা আরো শক্তিশালী হওয়া ভাল।

অষ্টক ষটকের ভাব ও পরিণতির বিষয়টা খুব একটা সার্থক হয়নি।

তবে সুন্দর প্রেচেষ্ঠা। বলা যায় সাহসী প্রচেষ্ঠা।

ভাল থাকবেন প্রিয় নয়ন।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭

রাইসুল নয়ন বলেছেন: আপনার আগমনে খুশী হলাম ।
আর অনুপ্রেরণার জন্য আপনার কাছে আমি চির কৃতজ্ঞ ।

অনেক অনেক ভালো থাকুন ।

৩৮| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সনেটের কনসেপ্ট বা ভাবপ্রবাহ
আদি ইতালীয় সনেটের অষ্টকে ও ষটকে যথাক্রমে ভাবের আবর্তন ও নিবর্তন বিধৃত হয়ে থাকে। অষ্টকে যে বক্তব্যের পরিবেশনা, ষটকে তার পরিপূরক রূপ অথবা বিপরীত দিক অঙ্কন করে পরিশেষে আবেগের উপসংহার করা হয়। খাঁটি সনেটের আদর্শ রূপবন্ধন সম্বন্ধে স্বনামখ্যাত ইংরেজ কবি ও সমালোচক Theodore Watts-Dunton (১৮৩২-১৯১৪) বলেছেন :

সমুদ্রতরঙ্গের উচ্ছ্বাস ও পতন যেমন তাল-লয় ব্যবচ্ছিন্ন, সনেটের ভাবতরঙ্গের উচ্ছ্বাস ও পতনও সেরূপ তাল-লয় ব্যবচ্ছিন্ন। ফেনিলোচ্ছল সাগরতরঙ্গ যেমন ক্রমশ স্ফীত ও বর্ধিতকায় হয়ে বেলাভূমির উপর উৎপতিত হয়, এবং নিমেষমাত্র স্থির থেকে আবার উজান বেগে সাগরগর্ভে অপসারিত হয়, সেরূপ ভাবের তরঙ্গ ছন্দোময়ী শব্দধারায় অষ্টকে উচ্ছলিত হয়ে বিপরীত আবর্তনে ষটকে অবসানপ্রাপ্ত হয়।

সনেটের গাঢ় ও গভীর ভাবপ্রবাহ অষ্টকে সর্বোচ্চ আয়তন ও বেগ লাভ করে এবং তার পরই ষটকে তা দ্রুত প্রশমিত হয়ে ক্রমে অতলে নিঃশেষিত হয়। যে দুটি চতুষ্ক-যোগে অষ্টক গঠিত হয়, তার প্রথমটিতে থাকে বক্তব্যের উদ্বোধন বা প্রস্তাবনা, দ্বিতীয়টিতে থাকে বিশ্লেষণ বা কারণ-নির্দেশ। যে-দুটি ত্রিপদিকা যোগে ষটক গঠিত হয়, তার প্রথম দিকে থাকে বিষয়ের পরিপূরক হিসাবে তার বিপরীত বা অপর দিকের বর্ণনা, দ্বিতীয়টিতে থাকে সমগ্র ভাববস্তুর একটি মীমাংসা কিংবা ভাবের প্রারম্ভিক উপলব্ধিতে উপসংহার। খাঁটি পেত্রার্কীয় সনেটে অষ্টকের দুটি চতুষ্ক যেমন পরস্পর সম্পর্কযুক্ত নয়, ষটকের দুটি ত্রিপদিকাও তেমনি পূর্ণ ভাবযতি দ্বারা পরস্পর থেকে বিযুক্ত। কোনো দৈব মুহূর্তে স্বতস্ফূর্ত ভাবের প্রেরণায় কবিচিত্ত যখন রূপের দিব্য বিভায় উদ্দীপিত হয়ে ওঠে, সনেট সেই বিরল ভাবমুহূর্তের অসীমস্পর্শী আলোড়নের অখণ্ড বাণীমূর্তি, - সেই অপরূপ রসমূর্তিকে ভাস্কর্যপ্রতিম করে গড়ে তুলবার জন্যই এরূপ কঠিন নিয়মবন্ধনের প্রয়োজন হয়েছে। কিন্তু সর্বত্র এমন কঠোর নিয়ম-নিগড় দৃষ্ট হয় না, - বহু সনেটে প্রথম চতুষ্কের প্রাচীর ডিঙিয়ে অথবা ত্রিপদিকার নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করে ভাবরাশি পরবর্তী পঙ্‌ক্তিতে প্রবহমান হতে দেখা যায়।

উইয়াটিয়ান সনেটের শ্লোকটিতে থাকে সমগ্র ভাবসামগ্রীর সারস্যতা বা সিদ্ধান্ত। শেক্সপীয়রীয় সনেটের প্রথম চতুষ্কে থাকে উপক্রমণিকা, দ্বিতীয় চতুষ্কে বিষয়ের বিশ্লেষণ, তৃতীয়টিতে সমগ্রভাবে মর্মরূপায়ণ এবং অন্তিম শ্লোকে সিদ্ধান্ত বা মন্তব্য। অন্তিম শ্লোকটিতে সমগ্র কবিতাটির মূল মর্ম সংহত হয়ে শুধু বিস্ময়কর মাধুর্য বিস্তার করে না, তা মনের মধ্যে প্রবল রেখাপাত সৃষ্টি করত ভাব ও রূপের সম্পূর্ণতা সাধন করে। গোবিন্দচন্দ্র দাসের অন্তিম শ্লোক সমগ্র ভাবনার সার-মণ্ডিত হয়ে এপিগ্রামের আকারে শোভিত, তন্মধ্যে অনেক শ্লকই প্রবচনরূপে প্রচলিত হবার উপযোগী।
প্রমথ চৌধুরীর ফরাসী রীতিতে লেখা সনেটগুলির ভাবাবয়ব ত্রিধা-বিভক্ত, তাতে অষ্টক ও শেষ চতুষ্কটির মধ্যে সেতুবন্ধ-স্বরূপ স্বতন্ত্রভাবে একটি সমিল শ্লোক অবস্থিত।

অন্ত্যমিল-বৈচিত্র্য
খাঁটি পেত্রার্কীয় সনেটের অষ্টকে ২ প্রকার, যথা- (১) ১ম, ৪র্থ, ৫ম ও ৮ম পঙ্‌ক্তিতে, এবং (২) ২য়, ৩য়, ৬ষ্ঠ ও ৭ম পঙ্‌ক্তিতে মিল থাকে। ষটকে দুই বা তিন প্রকার ভিন্নতর অন্ত্যমিল বিভিন্নভাবে ব্যবস্থিত হয়ে থাকে। খাঁটি পেত্রার্কীয় অন্ত্যমিল নিম্নরূপ :

কখখক : কখখক :: গঘগ : ঘগঘ
কখখক : কখখক :: গঘঙ : গঘঙ

অষ্টকের মিলবিন্যাস অক্ষুণ্ণ রেখে খাঁটি পেত্রার্কীয় রীতির ষটকে নিম্নের চার প্রকার মিলবিন্যাসও ব্যবহৃত হয় :

কখখক : কখখক :: গঘগ : গগঘ
কখখক : কখখক :: গঘগ : ঘঘগ
কখখক : কখখক :: গঘঘ : গঘগ
কখখক : কখখক :: গঘঙ : ঙঘগ

বাংলাভাষায় রচিত প্রথম সনেটের নাম 'কবি-মাতৃভাষা', যেটি রচনা করেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি মোট ১০৮টি সনেট রচনা করেন। Sir Thomas Wyatt ১৫২৭ সনে ইতালি গমন করেন। সেখানে তিনি পেত্রার্কার কয়েকটি সনেট ইংরেজিতে অনুবাদ করেন এবং ইংরেজি ভাষায় প্রথম সনেট রচনা করেন। ইতালীয় সনেটে দুটি ভাগ থাকলেও ইংরেজ কবি স্যার থমাস উইয়াট ষটকটিকে একটি চতুষ্ক ও শেষ দু পঙ্‌ক্তিযগোগে একটি শ্লোক- এ দুভাগে বিভক্ত করেছেন, এভাবে :

কখখক : কখখক :: গঘঘগ : ঙঙ
কখখক : কখখক :: গঘগঘ : ঙঙ

বাংলা ভাষায় এই অভিনব রূপবন্ধ প্রথম প্রবর্তন করেন দেবেন্দ্রনাথ সেন। মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভাষা’, ‘জয়দেব’ ও ‘কাশীরাম দাস’ এভাবে তিনভাগে বিভক্ত সনেট :

কখকখ : খকখক :: গঘঘগ : ঙঙ
কখখক : খকখক :: গঘঘগ : ঙঙ
কখকখ : কখকখ :: গঘগঘ : ঙঙ

উইলিয়াম ওয়ার্ডস্‌আর্থ প্রায় ৫০০ সনেট লিখেছিলেন। উইলিয়াম হেনরি হাডসন তাঁর Wordsworth and His Poetry বইয়ে ওয়ার্ডস্আর্থকে The Greatest of English sonnet-writers হিসাবে উল্লেখ করেন। তিনি পেত্রার্কীয় রীতিতে সনেট লিখলেও ইতিহাসে তাঁর বিশেষ অবদান তাঁর উদ্ভাবিত নতুন রূপকল্পে যা নিম্নরূপ :

কখখক : কগগক :: ঘঙঙঘ : চচ
কখখক : কগগক :: ঘঙঘঙ : চচ

উইলিয়াম শেক্সপীয়র ১৫৪টি সনেট লেখেন, যার অন্ত্যমিল নিম্নরূপ :

কখকখ : গঘগঘ :: ঙচঙচ : ছছ

এডমন্ড স্পেনসার ৮৭টিরও বেশি সনেট লিখেছেন নিম্নের ছাঁচে, যা সনেটের ইতিহাসে স্পেনসারীয় রীতি নামে অভিহিত :

কখকখ : খগখগ :: গঘগঘ : ঙঙ

কিন্তু এই রীতিটি বিশেষ জনপ্রিয় হয় নি। অন্যপক্ষে শেক্সপীয়রের অনুসৃত রীতিটি ইংল্যান্ড ও অন্যান্য দেশে যথেষ্ট প্রসার লাভ করেছে।

পেত্রার্কীয় ও শেক্সপীয়রীয় রীতির তুলনা
পেত্রার্কীয় রীতির সনেট অধিকতর ইম্প্রেসিভ, অন্যপক্ষে শেক্সপীয়রীয় রীতির সনেট অধিকতর এক্সপ্রেসিভ। তবে Joseph Angus, M. A, D.D. (Examiner in English Language, Literature and History to the University of London) শেক্সপীয়রীয় রীতি সম্পর্কে মন্তব্য করেছেন - The worst form for the Sonnet. যে-রীতি পেত্রার্কীয় রীতি নামে কথিত, তা পেত্রার্কার আবির্ভাবের পূর্বেও প্রচলিত ছিল; কিন্তু পেত্রার্কার কৃতিত্ব হলো তিনি সেই ক্লাসিক্যাল ছন্দোবন্ধের আকারের সাথে তাঁর স্ব-অনুভূত ব্যক্তিগত বিশিষ্ট ভাব-প্রেরণা সম্পূর্ণ সুসমঞ্জস করে আশ্চর্য সুন্দররূপে মূর্ত করতে সমর্থ হোন, ফলে তা পেত্রার্কীয় রীতি নামে প্রসিদ্ধি লাভ করে। তদ্রূপ, শেক্সপীয়রের পূর্বে তথাকথিত শেক্সপীয়রীয় পদ্ধতি প্রচলিত ছিল, কিন্তু শেক্সপীয়রের সুদক্ষ লেখনিগুণেই তা অনবদ্য ও প্রাণবন্ত হয়ে ওঠে এবং কালক্রমে ইংরেজি রীতি নামে অভিহিত হয়। পেত্রার্কীয় সনেটে অষ্টকের ৮ পঙ্‌ক্তির জন্য দুই প্রকার রাইম-এর প্রয়োজন, এবং ইতালীয় ভাষায় রাইমিং সিলেবল্‌স প্রচুর বিধায় তাঁর পক্ষে এ পদ্ধতি খুবই উপযোগী ছিল। কিন্তু ইংরেজি ভাষায় রাইমের এরূপ প্রাচুর্য নেই, তাতে একই রাইম-এর চারটি শব্দযোজনা সর্বদা সহজসাধ্য নয়, সেজন্যই ইংরেজি ভাষায় পেত্রার্কীয়, উইয়াটীয় বা স্পেনসারীয় পদ্ধতি সুপ্রশস্থ বিবেচিত হয় নি,- শেক্সপীয়রীয় রীতিই সে-ভাষার প্রকৃতির অধিকতর উপযোগী। এই রোমান্টিক রীতিতে রবীন্দ্রনাথ তাঁর প্রাণ, হৃদয়ের ভাষা, স্মৃতি, হদয়-আসন, কেন, পবিত্র প্রেম, অস্তাচলের পরপারে, স্বপ্নরুদ্ধ, অক্ষমতা, জাগিবার চেষ্টা, কবির অহঙ্কার, বিজনে, সত্য, ক্ষুদ্র আমি, প্রভৃতি সনেট রচনা করেন। কবি গোবিন্দ চন্দ্রদাস তাঁর ফুলরেণু কাব্যের ১২০টি সনেটই এ রীতিতে রচনা করেন।

অনিয়মিত রূপকল্প। শেক্সপীয়রীয় রীতির সনেটের স্বয়ংসম্পূর্ণ শ্লোকটিকে অষ্টকের পরে সন্নিবেশ করে প্রমথ চৌধুরী সনেটের ইতিহাসে এক নূতন অধ্যায় সংযোজন করেন। তিনি এর প্রেরণা লাভ করেছিলেন ফরাসীয় রীতি হতে। ফরাসী ভাষায় প্রথম সনেট রচনা করেন ক্লেমেন্ট ম্যারট (১৪৯৬-১৫৪৪)। তিনি পেত্রার্কার ৬টি সনেট অনুবাদ করেন। তাঁর দুই অনুবর্তী Pierre de Ronsard (১৫২৪-৮৫) এবং Joachim Du Bellay (১৫২৫-৬০) ইতালীয় রীতির ভিত্তিতে ফরাসী ভাষায় সনেট রচনার নুতন ধারার প্রবর্তন করেন। ফরাসী সনেটের রূপকল্প :

কখখক : কখখক :: গগঘ : ঙঙঘ
আরও জানতে চাইলে দুই পর্বে সমাপ্য এ পোস্ট পড়া যেতে পারে


এবার আপনার লেখা সনেট


আপনি কোন্‌ রূপকল্প ব্যবহার করেছেন তা আমি ঠিক বুঝে উঠতে পারি নি, কেননা, কোথাও কোথাও অন্ত্যমিল ঠিক হয় নি বলে মনে হলো। তবে ভাববিন্যাসের ব্যাপারটা আমি ঠিক বুঝি না। শামসুর রাহমান সনেট লিখেছিলেন, আল মাহমুদ লিখেছেন। হাল আমলে আমাদের ব্লগার কবিগণকেও সনেট লিখতে দেখা যাচ্ছে। তবে, বাংলায় সনেটের যে ফর্ম মাইকেল মধুসূদন দত্ত প্রতিষ্ঠিত রূপ দিয়েছিলেন, সময়ের বিবর্তনে তার সাথে আরো অনেক অনিয়মিত ফর্মের সৃষ্টি হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে, সনেটের ভাবপ্রবাহকে ঠিক রেখে অতি শীঘ্রই কেউ একজন 'অমিত্রাক্ষর' ছন্দের সনেট লিখে ফেলবেন। আশ্চর্য হবার কিছুন অবশিষ্ট থাকবে না, যখন কেউ ১৪ পঙ্‌ক্তির রীতি ভেঙে ফেলবেন, পঙ্‌ক্তিতে ১৪ অক্ষরের রীতিও ভেঙে ফেলে সম্পূর্ণ নতুন ফর্মের সনেট লিখে ফেলবেন। আমার কাছে সনেটের বাহ্যিক ফর্মের চেয়ে এর অন্তর্নিহিত ভাববিন্যাসটাই অধিক গুরুত্বপূর্ণ মনে হয়। আমরা কবিতার মূল্যায়ন করি কবিতার বাহ্যিক গঠন দিয়ে নয়, এর মূলমর্ম দিয়ে। কেউ যদি তাঁর কবিতায় সনেটীয় ভাববিন্যাস ধারণ করতে পারেন, তার রূপকল্প যাই হোক না কেন, তা একটা সনেট বলেই বিবেচিত হবে আশা করি।

ব্যক্তিগতভাবে আমি মনে করি, সনেটের যে ভাববিন্যাসের কথা বলা হয়ে থাকে, তা তো অন্য যে কোনো একটা সাধারণ কবিতার বেলায়ও প্রযোজ্য হতে পারে। আর কবিতার ব্যাখ্যা কবির কাছে একরকম, একেক পাঠকের কাছে একেক রকম হতে পারে। আমি যে কোনো একটা ৭ লাইনের কবিতায়ও হয়তো আপনাকে বুঝিয়ে দিতে পারবো যে আমি সনেটিয় ভাববিন্যাসে এটা লিখেছি, অতএব এটাও সনেট। আবার পেত্রার্কার একটা সেরা কবিতা ভেঙেচুরে বলে দেয়া সম্ভব যে তিনি সনেটের কোনো ভাববিন্যাসই অনুসরণ করেন নি। এজন্য, সেই স্কুলজীবন থেকে সনেটের এই ভাবপ্রবাহের ব্যাপারটা আমার কাছে অনেক সময় হাস্যকরই মনে হয়েছে। তবে সনেটে ভাঙাগড়ার ও অনিয়ম করার যে ইতিহাস দেখা যায়, তাতে সনেটের রূপ হয়তো একদিন আমূল পরিবর্তন হয়ে যাবে, সনেটের ডেফিনিশনও হয়তো বদলে যাবে।

ছন্দ সমীক্ষণে অন্ত্যমিলের ব্যাপারটা খুব ক্ষুদ্র একটা জায়গা দখল করে আছে, বাকি পুরোটাই পঙ্‌ক্তির ভেতরের ছন্দরীতি। অন্ত্যমিল বাক্যশেষে একটা অনুপ্রাস মাত্র। কবিতা পড়তে পড়তে কোনো কোনো সময় আমার কাছে 'অন্ত্যমিল' নেহায়েত অপ্রয়োজনীয় মনে হয়।

নিয়ম ভাঙার মোহ ও স্বাদ

ছন্দ ভেঙেচুরে নিত্য নতুন ছন্দ সৃষ্টিই ছিল সব যুগের সব কবিদের নেশা। সনেটেও সেই পরীক্ষা-নিরীক্ষা চলেছে প্রচুর, যার সর্বশেষ সার্থক রূপ দেখা যায় জীবনানন্দ দাশের কবিতায়। সমিল মুক্তক অক্ষরবৃত্তের অন্ত্যমিলের বন্ধন ছিন্ন করে আজ দেখতে পাই সচল গদ্যের দুরন্ত প্রবাহ। সনেটের অন্ত্যমিলের বন্ধন কি আমরা ছিঁড়ে ফেলে অমিত্রাক্ষর সনেট লিখতে পারি না? অন্ত্যমিলের রূপকল্পই যদি হয় এর পেছনে সবচেয়ে বড় বাধা, তাহলে নিছক অন্ত্যমিলই কি সনেট সৃষ্টির জন্য অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না? কবিমাত্রেই জানেন, সারহীন কোনো কবিতায় ছন্দের ঝনঝনানি যতোই থাকুক না কেন, তা প্রকৃত কবিতা নয়। সে হিসেবে একটা সনেট লিখে খাঁটি পেত্রার্কীয় রূপকল্পের ছাঁচে ফেলে দিলেই তা সনেট হয়ে উঠবে না, যদি না তাতে সনেটের ভাববিন্যাস নিখুঁতভাবে বিন্যস্ত করা হয়। এ কথা সত্য হলে, ভাববিন্যাসই একটা সনেটের জন্য অপরিহার্য বৈশিষ্ট্য, রূপকল্প নয়।

এবার নিচের সনেটটি দেখুন

প্রতিরাতে বারোটা বাজলেই তোমাকে দেখি
শিফন শাড়িতে ঝরে পড়ে সুনিপুণ হাসি
তখন ভাবি ছাইছুতো এ ব্লগ লেখালেখি
এর চেয়ে ঢের ভালো প্রেম-ভালোবাসাবাসি

তোমার ছায়ামুখ একটু আধটু যা দেখি-
অঙ্গে অঙ্গে সুধা, সুরে তুমি গানের বায়স!
এসব রম্যকথায় হাসি পেলে আমি গেছি
গোপন ঘুমগুলো কেড়ে খাবে রাত্রিরাক্ষস।

তুমি ভাবো এসব লিখেছি তোমার উদ্দেশে
আড়ালে আবডালে কেঁদেকুটে চোখে করো ঘা
মিছেমিছি নিজেকে কষ্ট দাও ক্রূর আক্রোশে
আদতে এ হলো একটি সনেটের খসড়া।

সনেট অন্য কিছু না, মামুলি কবিতা মাত্র
এ লিখে নষ্ট হলো একটি মূল্যবান রাত্র।

এটা কি আদতে সনেট? যে-কোনো একটা কবিতাকে উদ্দেশ্য করে যেমন জিজ্ঞাসা করা যায়, এটা কবিতা হয়েছে কিনা, তেমনি যে কোনো সনেটের ব্যাপারেই এ প্রশ্নটি করা যায় - 'এটা কি আদতে সনেট হয়েছে?' সনেট বিশ্লেষণের জন্য আমার মতে এর ভাববিন্যাসটিই মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু সনেটের সৃষ্টিকাল হতে এ যাবত যতো সনেট পয়দা হয়েছে, সবার আগেই বিশ্লেষণ করা হয়েছে এর বাহ্যিক রূপকল্পটি, এবং ভাবপ্রবাহের বিন্যাস আলোচিত হয়েছে অনেক কম। এতে ধরে নেয়া যায়, রূপকল্পটিই একটি সনেটের প্রধানতম বৈশিষ্ট্য।

উপরে আপনারা দেখেছেন, রূপকল্প নির্মাণে কতো বিচিত্র নিয়ম অনুসরণ করা হয়েছে। সর্বশেষ এ-ও দেখা যাচ্ছে- প্রতি পঙ্‌ক্তিতে স্বর/মাত্রা/অক্ষরসংখ্যা সমান রেখে অমিত্রাক্ষর ছন্দে সনেট লেখা হচ্ছে। আমরা অতি সত্ত্বর এ অমিত্রাক্ষর ধারার সনেট খুব দেখতে পাবো বলে আমার মনে হচ্ছে।

উপরের লেখাটাকে আমি দাবি করছি এটা একটা সনেট। এর প্রতি পঙ্‌ক্তিতে ১৬টি করে অক্ষর রয়েছে। রূপকল্প : কখকখ গঘগঘ ঙচঙচ ছছ। 'দেখি'র সাথে 'গেছি'র 'ই' ধ্বনি, এবং 'করো ঘা'র সাথে 'খসড়া'র 'আ' ধ্বনি যোগে অনুপ্রাস সৃষ্টি করা হয়েছে।


নিয়ম ভাঙাই যে-কোনো নিয়মের নিয়ম। আপনার কবিতাটিও হয়তো একটা নিয়ম ভেঙে লেখা সনেট। এটা যে সনেট হয়নি তা কারো পক্ষে প্রমাণ করা অনেক কষ্টকর হবে; সে ক্ষেত্রে মাইকেল বাবুর 'কপোতাক্ষ নদ'কেও একটা অ-সনেট সাধারণ কবিতা হিসাবে হয়তো প্রমাণ করে ফেলা সম্ভব হবে।

চেষ্টা অব্যাহত থাক। শুভ কামনা থাকলো।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

রাইসুল নয়ন বলেছেন: সামনে পেলে পায়ে হাত দিয়েই সালাম করতাম !!
এতো সময় নিয়ে মন্তব্য করাতে আমি অনেক খুশী হলাম, আর আপনার মন্তব্য থেকে যা শিখলাম তা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমিই জানি ।

অনেক ভালো থাকুন ।

৩৯| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

সুপান্থ সুরাহী বলেছেন:
সোনাবীজ ভাইয়ের কমেন্টে হাজারটা লাইক..............


প্রিয়তে...

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

রাইসুল নয়ন বলেছেন: সোনাবীজ ভাই আসলেই অনেক জানে ।

রীতিমত গুরু মেনে বসে আছি :)

৪০| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০২

ভিয়েনাস বলেছেন: সনেট সম্পর্কে ভাবমিল আর অন্ত্যমিল দুটি কথা জানতাম কিন্তু সোনাবীজ ভায়ের কমেন্টে অনেক কিছু জানা গেল। সুপারলাইক।

ধন্যবাদ আপনাকেও আপনার সনেটের জন্য সোনাবীজ ভাইয়ের এতো সুন্দর একটা কমেন্ট পড়তে পারলাম।

আর আপনার সনেটে লাইক তো থাকলোই :)

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

রাইসুল নয়ন বলেছেন:



সোনাবীজ ভাইয়ের কমেন্টে সুপার সুপার লাইক ।

পাঠে অশেষ ক্রিতজ্ঞতা,আপনার আগমনে খুশী হলাম ।

ভালো থাকুন নিরন্তর ।

৪১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



ভালো লেগেছে ,
চেষ্টা অব্যাহত থাকুক । :)
আপনি লিখেছেন বলেই ,সনেট সম্পর্কে এতো কিছু জানতে পারলাম ... সে জন্যেও ধন্যবাদ


ভালো লাগা নেবেন কবি...

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

রাইসুল নয়ন বলেছেন: আমি কবি নই,
ভালো থাকার লোভে কবিতা লেখার অপচেষ্টা করি ।

পাঠে অশেষ কৃতজ্ঞতা সেই সাথে শুভকামনার ডালি রাশি রাশি ।
ভালো থাকুন সবসময় ।

৪২| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথম কথা হল আমি কবিতার তেমন কিছু বুঝিনা, আর সনেট তো আমার কাছে থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মত! আমি একটাই চাই, - সেইটা হল ভালো লাগলো কিনা। আপনার কবিতা ভাল লেগেছে! :)

কখখক : কখখক :: গঘগ : ঘগঘ
কখখক : কখখক :: গঘঙ : গঘঙ
এইসব অন্ত্যমিলের রহস্য কি? সোনাবীজ ভাইয়ের শিষ্যত্ব লাভ করতে পারলে হয়ত এই দিব্যজ্ঞান লাভ করা যেত! সোনাবীজ ভাইকে সালাম!

তবে শাস্ত্রীয় সঙ্গীতের কিছু অভিজ্ঞতা থেকে বলতে পারি শিল্পের শাস্ত্র আর প্রায়োগিক বিষয়ের শাস্ত্রের মধ্য সুস্পষ্ট পার্থক্য আছে, শিল্পের দায়বদ্ধতা নিয়মের কাছে না, হৃদয়ের কাছে, রসনার কাছে! ভাল লাগিলে আর কিছু খুঁজিতে যাওয়ার আমি তেমন অর্থ দেখিনা! আমার বাজান ইমন কল্যান যদি ভাল লাগে, তাতেই আমি সন্তুষ্ট, সেইটা ইমন কল্যানের চলন পদে পদে মানল কিনা তা আমি ভাবিনা, কেউ ভাবতে চাইলে আমি মনে করি সেইটা তার সমস্যা, আমার না!

লিখে যান ভাই, লিখে যান।

ভাল লাগা রেখে গেলাম ! :)

১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

রাইসুল নয়ন বলেছেন: সুস্বাগতম ! প্রিয় কবি !

কি সৌভাগ্য , কেমন আছেন?

পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
ভাললেগেছে জেনে খুশী হলাম ।

লেখার চেষ্টা করছি, থেমে থেমে আগাচ্ছি :)

ভালো থাকুন কবি, ভালো থাকুন কারণে অকারণে ।

৪৩| ১৬ ই মে, ২০১৩ বিকাল ৩:১৬

নিয়েল হিমু বলেছেন: সনেট বিষয়টাই আমার কাছে পর্যাপ্ত বিস্ময়কর মনে হয় । কারন ১৪র ভিতর সব করতে হয় । যারা সনেট লেখে তাদের কে আমি আর সাধারনের ভিতরে রাখি না ।
আপনার অপচেষ্টা সম্পূর্ণ সফল :)

১৬ ই মে, ২০১৩ রাত ৯:৩৩

রাইসুল নয়ন বলেছেন: :) :) :)

ভালোই বললেন ভাই !
আর সনেট বিষয়টা আমার কাছেও বিরাট বিস্ময়কর লাগে !
দেখা গেলো একটা লাইন আসছে মাথায় কিন্তু তা ১৪ নয় , তখন যে কেমন লাগে তা ঐ অবস্থায় না পড়লে বোঝা যায়না ।

প্রশংসায় অনুপ্রেরণা পেলাম ।

৪৪| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুপান্থ সুরাহী, ভিয়েনাস, ৎঁৎঁৎঁ এবং আপনাকে আমার ধন্যবাদ জানানো পবিত্র দায়িত্ব মনে করে আবার এলাম। লিংকটা আমাকে শ্রাবণ জল দিয়েছিলেন, এটিতে আমার মতামত জানানোর জন্য। শ্রাবণ জল আপুকেও ধন্যবাদ।

আপনার অপচেষ্টা সম্পূর্ণ সফল :) নিয়েল হিমুর এ কথাটায় খুব মজা পেয়েছি, এবং খুব হাসছি :)

১৯ শে মে, ২০১৩ রাত ১০:০৬

রাইসুল নয়ন বলেছেন: আপনার পদধূলি আমার জন্য আশীর্বাদ ।

ভালো থাকুন ।

৪৫| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা।

সনেটে কি আসে যায় কবিতায় ++++++

১৯ শে মে, ২০১৩ রাত ১০:০৭

রাইসুল নয়ন বলেছেন: কৃতজ্ঞতা !!

প্লাস বুঝিয়া পাইলাম ।

সবসময় ভালো থাকুন ।

৪৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:১২

রাইসুল নয়ন বলেছেন: শ্রাবণ জল !




অশেষ কৃতজ্ঞতা ।
সোনাবীজ ভাইকে লিংক দিয়ে আমার যে উপকার করেছেন তার জন্য চির ঋণী ।
আপনার এ ঋণ আমি জীবনেও শোধ করতে পারবনা ।

৪৭| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:২০

শ্রাবণ জল বলেছেন: bangla kobita+sahitto rochonar niyomaboli bloge dhulo bhai er che besi keu janen bole chokhe poreni.

amar gener porisima nitantoi kom.
apni confused chilen apnar sonnet niye, tai unar post e giye link diye esechilam.

kritoggotar kichu nei bhaia. Rin er o kichu nei.

sokoler tore sokole amra
protteke amra porer tore. :)

valo thakun bhaia.
niyom to ebar jana e ache, sonnet pabo nischoi aro!!!

২৫ শে মে, ২০১৩ রাত ১:৩০

রাইসুল নয়ন বলেছেন: আরও?

একটা কোন রকম সকম লিখতেই গলা শুকাইয়া কাঠ :)
আরও !!!

ধুলো ভাই আসলেই প্রশংসার পাত্র !

আপনাকে আবারও ধন্যবাদ ।
ভালো থাকুন ।

৪৮| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:৩৭

নস্টালজিক বলেছেন: প্রচেষ্ঠা ভালো হইসে!

সামনে আরও অনেক প্রচেষ্ঠা সার্থক হোক, লেখা আসুক সুন্দর!

শুভেচ্ছা, রাইসুল!

৩০ শে মে, ২০১৩ রাত ১০:১১

রাইসুল নয়ন বলেছেন: আপনার পদধূলিতে কৃতজ্ঞ হলাম ।

ভালো লিখতে ইচ্ছা করে কিন্তু পারিনা !!
আমার জন্য দোয়া করবেন ভাইয়া ।

শুভকামনা নিরন্তর ।

৪৯| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:৪৮

রেজওয়ান তানিম বলেছেন: কবিতার ছন্দ বিষয়ে কুশলতা অর্জনের চেয়ে আমার বিবেচনায় কবিতার ভাব ও বানীর সংহত প্রকাশের দিকে নজর দেয়া প্রয়োজন

এটা সনেট যদি হয়ে থাকে, এরকম সনেট আমি এই প্রথম দেখলাম।

যা হোক খলিল ভাই এর লেখাটা পড়েছেন নিশ্চয়ই, অনেক বেশি তথ্যবহুল। সনেটের বিবর্তন নিয়ে আমার ও একটা লেখা আছে অবশ্য ব্লগে এখনো আপলোড করিনি।

০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:১৩

রাইসুল নয়ন বলেছেন: যারা বলে এটা সনেট হয়নি তাদের সোনাবীজ ভাইয়ের মন্তব্য দেখার অনুরোধ করছি :)

আর আমার এ অপচেষ্টা যে জীবনেও সার্থক হবেনা তাও জানি।

যাক,আমার জন্য অন্তত ভিন্ন বদ রুপী সনেট দেখলেন :)

পাঠে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.