| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেঙ্গে মোর ঘরের চাবি
রবীন্দ্র সংগীত
...........................
ভেঙ্গে মোর ঘরের
চাবি নিয়ে যাবি কে আমারে (ও
বন্ধু আমার)!
না পেয়ে তোমার দেখা,
একা একা দিন যে আমার
কাটে না রে ।।
বুঝি গো রাত পোহালো, বুঝি ঐ
রবির আলো
আভাসে দেখা দিলো গগন-পারে-
সমুখে ঐ হেরি পথ তোমার কি রথ
পৌঁছবে না মোর দূয়ারে ।।
আকাশের যত তারা চেয়ে হয়
নিমেষহারা,
বসে রয় রাত-প্রভাতের পথের
ধারে ।
তোমারি দেখা পেলে সকল ফেলে
ডুববে আলোক-পারাবারে ।।
প্রভাতের পথিক সবে এল
কি কলরবে-
গেল কি গান গেয়ে ওই
সারে সারে !
বুঝি-বা ফুল ফুটেছে,
সুর উঠেছে
অরুণবীণার তারে তারে ।।
net collected 
ফটো ক্রেডিট ::::::Mir Arifin Reza
শখের ফটোগ্রাফি, ঝিনাইদহ
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
সুখ রাজ্যের রাজকন্যা বলেছেন: স্বাগতম আপনাকে
২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
আহমেদ ফারুক শুভ্র বলেছেন: আমার প্রিয় গানের একটি। ধন্যবাদ আপনাকে যে, ভালো গানের ভালো একটা লিরিক্স দিয়েছেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
সুখ রাজ্যের রাজকন্যা বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর মতামতের জন্য
৩|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
আহমেদ ফারুক শুভ্র বলেছেন: আপনি লেখা চালিয়ে যাবেন অবশ্যই।
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪
সুখ রাজ্যের রাজকন্যা বলেছেন: ধন্যবাদ উৎসাহ দানের জন্য । চেষ্টা করব অনুরোধ রাখার ।
৫|
০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৮
মীর আরিফিন রেজা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,,,, আমার ছবিটি শেয়ার করার জন্য ☺
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫
বিজন রয় বলেছেন: কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
++++