![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পিসিটা কিছু সময় পর পর রিস্টার্ট নিচ্ছে। কি কারণে এমন হচ্ছে বুঝতে পারছি না?
২| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১০
বটের ফল বলেছেন: ১. সম্ভবত আপনার পিসিটা খুব গরম হয়ে যাচ্ছে। তাই ওভার হিটিং এর জন্য রিস্টার্ট হচ্ছে। সেক্ষেত্রে আপনার প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমত কাজ করছে কিনা চেক করে দেখুন।
২. ভাইরাস আক্রমনের জন্যও হতে পারে। সেক্ষেত্রে ভালো অ্যান্টিভাইরাস দিয়ে পিসি স্ক্যান করিয়ে নিন।
৩. ব্লো মেশিন দিয়ে কম্পিউটারের ভেতরের ধুলা বালি পরিস্কার করে ফেলুন।
ইনশা-আল্লাহ্ সব ঠিক হয়ে যাবে।
ভালো থাকুন।
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭
হারানোপ্রেম বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৬
টাইম কম বলেছেন: কিছুতে ঠিক হবে না . পিসি নস্ট হইয়া গেছে । হিহিহিহিহি
ভয়ের কারন নাই . । নিউ উইন্ডস সেটআপ দেন ইনশাল্লা ঠিক হইয়া যাবে .। আর যদি না হ্য় । তইলে যানাইয়েন ....
৪| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১১
এপোলো বলেছেন: বটের ফল ভাইয়ের ১ নাম্বার কারণ টা হতে পারে সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কুলিং ফ্যন কাজ করছে কিনা দেখার সাথে সাথে দেখে নেন প্রসেসরের উপর লাগানো পেস্টটা শুকিয়ে গেছে কিনা। ঐ ক্ষেত্রে একটা পেস্ট কিনে লাগিয়ে নেন। ইনশাআল্লাহ, সব ঠিক হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১০
ফ্রিঞ্জ বলেছেন: ভাইরাসে খাইয়া ঝোগা ঝোগা কইরা হালাইসে মনে হয়। ফরম্যাট দিয়া আবার ইনস্টল মারেন।