নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে সবার ই জানা, আপনাকে নতুন করে জানতে হবে না। জানার ইচ্ছে থাকলে আমাকে খুঁজে নিবেন।

জি এইস মেহেদী

আমি একজন মুসলিম,, ঘুরতে ভালবাসি, বই পড়তে পছন্দ করি। রাজনীতি কে সব সময় প্রধান্য দেয়। ইসলামী রাজনীতিতে বিশ্বাসী,, আমি চাই সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক।

জি এইস মেহেদী › বিস্তারিত পোস্টঃ

তেতুঁল গাছে আমি ভর দুপুরে

০১ লা জুন, ২০২১ ভোর ৪:০৯

সময়টা ২০১১-১২ হবে স্কুল বন্ধের দিন গুলোতে আমি বেশির ভাগ সময় একা কাটাতাম,, বাড়ির ধারে গাছের শিকঁড়ে বসে, অথবা জামের গাছে,, কাঠাল কাছে,

আর একটা নেশা ছিলো পুকুড়ের উপর তেঁতুল গাছের একদম উপরে আমি একটা বসার জন্য চেয়ার সদৃশ ডাল পেয়েছিলাম আর ওখানে আমি বসে শুয়ে দুপুর টা কাটাতাম, যেখানে আমি বসা সেখান থেকে আমার বাড়ি দেখতে পারতাম,,এমনকি ঐ তেতুল গাছ থেকে শ্মশান ও দেখতে পাইতাম,, কেউ নেই আমি দুপুরে তেতুঁল গাছে কি করি? কিছু না ! বসে থাকতে আমায় ভালো লাগে,আমি তেতুল গাছে লুঙ্গি পড়ে উঠতাম,,


সাথে একটা ফোন থাকতো নোকিয়া ২৭০০ ক্লাসিক,, বসে বসে ফেসবুক চালাতাম,, মুলত ফেসবুকে বন্ধু বাড়ানো মুল টার্গেট ছিলো, এভাবে বেশ কয়েক দিন তেঁতুল গাছে লুঙ্গি পড়ে বসে থাকা টা আমার অভ্যাস হয়ে গেলো,,,এমনকি আমি উপরের ডালে শুয়ে থাকতে পারতাম,,,, শুয়ে থেকে আকাশের দিকে তাকালে মনে হতো আমি পাখি হয়ে হয়তো আকাশে উড্ডয়ন করতেছি,, তাৎক্ষণিক মনে হয় না আমি তো তেঁতুল গাছে, যাক এখন একটু নড়েচড়ে বসি । না আমার সাথে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নি,,


পরবর্তীতে আমি অনেক গল্প শুনেছি তেঁতুল গাছের আশে পাশের ভয়ঙ্কর কাহিনি, এখন মনে হয় আমি সাহসী ছিলাম নাকি বোকা,, নাকি কৈশোর জীবন যা মন চায় সেটাই করে যদি পরিবার সতর্ক না থাকে । এখনো তেঁতুল গাছ আছে,, পোস্ট লেখা কালীন তেতুল গাছ টা আমার ঘরের সোজা অবস্থান করছে পুকুর পাড়ে,, হঠাৎ মনে হলো তাই লিখলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.