নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান41554

student

হাসান41554 › বিস্তারিত পোস্টঃ

সাকিব আছি আমরা, থাকব পাশে

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪১

নিয়াজ উদ্দিন,সহকারী প্রফেসর,চবি( সংকলিত)

==========================

"এ তো লঘু পাপে গুরুদণ্ড!! এ স্রেফ বোর্ডের স্বেচ্ছাচারিতা আর কাপুরুষতা !!এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।তাঁকে সিরিয়াস সতর্ক বার্তা দেওয়া যেত।বাংলাদেশে সাকিব একজন কিন্তু পাপন লক্ষ জন।আমিও মনে করি শাস্তির প্রয়োজন ছিল। কিন্তু এতটা কি প্রাপ্য ছিল !!! শৃঙ্খলা ভঙ্গের শাস্তি দিতে যেয়ে আমরা আমাদের শ্রেষ্ঠ খেলোয়াড়কে গলা টিপে মেরে ফেলার সিদ্ধান্ত নিলাম, তাই নয় কি?????

সাকিবকে শাস্তি দেওয়ার ব্যাপারে হুঙ্কার দেখে বোর্ড সভাপতি পাপনকে স্রেফ কাপুরুষই মনে হল এর বেশী কিছু না। আসলে গার্মেন্টস চালানোর অভিজ্ঞতা নিয়ে ক্রিকেট বোর্ড চালাতে আসলে বিপত্তি ঘটতেই পারে। পাপন সাহবে যোগ্যতা দিয়ে বোর্ড

সভাপতি হননি হয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি বাবার জোরে।এই অযোগ্য বোর্ড সভাপতির পদত্যাগ চাই !!! এই অযোগ্য বের্ড সভাপতির পদত্যাগ চাই !!!এর থেকে সাবের হোসেন চোধুরীই অনেক বিজ্ঞ।এছাড়া আমাদের প্রাক্তন অনেক ক্রিকেটার আছে তাঁদের কাছেই বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত।

যারা এত্তদিন ধরে সাকিবের বিরুদ্ধে চারিদিক মাতালেন তারা এবার নাকে তেল দিয়ে ঘুমুতে পারেন কারণ আপনাদের অভিলাস পূর্ণ হয়েছে।



সাকিব, তারপরও আশা করি তুমি ভেঙ্গে পড়বে না,

তুমি ফিরে আসবে, ফিরে আসতেই হবে"।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.