নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয় গুলোতে এরকম সংস্কৃতি আমরা চাইনা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

"অপরুপ বাংলা আইআরসি নেটওয়ার্ক" নামক একটি ফেসবুক গ্রুপে আজকে একটি নোট পড়লাম। আসলে র‌্যাগিং নিয়ে ব্যাপারটা কি এতোদূর গড়ালো! একটা গোলক ধাধার মধ্যে আছি। বিশ্ববিদ্যালয় গুলোতে এরকম সংস্কৃতি আমরা চাইনা। আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমার মেয়ে বন্ধুদের মধ্যে এমন কেউ শিকার হয়েছে জানা নেই।



গতকাল বাংলানিউজটুয়েন্টিফোডটকম এ আরেকটা লেখা পড়ে আমি গুজব বলেই বিশ্বাস করেছিলাম।

মেয়েদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে “র‌্যাগিং গুজব”

Click This Link



Oporupbangla IRC Network

(Click This Link)

ফ্রেন্ডলিস্টের সবার দৃষ্টি আকর্ষন করছি।



ফেসবুকের এক ভাই একটু আগে মেসেজ দিলেন।

পুরো মেসেজ টা এখানে তুলে দিচ্ছিঃ

"ভাই, আপনার কাছে একটা হেল্প চাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার এক বোন (কাজিন) আজ প্রথম ক্লাস করতে গেছে, আইটি ডিপার্টমেন্টে, ফার্স্ট ইয়ার।

... ভাই! বোনটা আমার সারাদিন কাঁদল, কাঁদল আমার খালা...

কিছুই করতে পারলাম না ভাই!

ও জাহানারা হলে থাকে।

ওর ডিপার্টমেন্টের বড় আপুরা ওকে ডেকে শারিরীক এবং মানসিকভাবে লাঞ্চিত করে আধমরা করে দিয়েছে।

ওর বড় আপুরা ওকে বলেছে ক্লাসের বড় ভাইদের কাছে গিয়ে তোমার ব্রেস্টের মাপ দিয়ে আসো...ভাই! সব বলতে পারছিনা।

কাল ঐ বড় আপুরা সবাইকেই হলে থাকতে বলেছে, হল ছাড়া যাবেনা। আজ নাকি ওরা কেবল মাংস "ধুইছে", কাল "কশাবে"!

ভাই, আমাদের প্রভাবশালী কোনো মামা/খালু নেই।

আপনি তো ব্লগে লিখেন, এত বড় একটা গ্রুপ চালান-

আপনি চাইলে হয়ত কিছু করতেও পারেন।

আপনার ও বোন আছে, দয়া করে একজন ভাই হিসাবে একটু হেল্প করেন ভাই..."



ক্লাসের প্রথমদিন নতুনদের উপর র‍্যাগিং নতুন কিছু নয়।

প্রথমে র‍্যাগিং দিয়ে শুরু হলেও পরে ভার্সিটির বড় ভাই/নেতাদের মনোরঞ্জনে শরীরটাও বিকিয়ে দিতে হয় টিকে থাকতে হলে।

খবরের কাগজে/ব্লগে এগুলো নিয়ে পড়তে পড়তে অনেকের কাছে হয়ত ডাল-ভাতের মত হয়ে গেছে ব্যাপার টা।

কিন্তু মনে রাখুন-

আজ অন্য কারো বোন লাঞ্ছিত হচ্ছে, কাল হতে পারে আপনার বোন/আত্নীয় টিও।

ফ্রেন্ডলিস্টের সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যে যেভাবে পারেন প্লীজ হেল্প করেন!

আপনাদের ফ্রেন্ডলিস্টে জাহানীরনগর ইউনিভার্সিটির কেউ থাকলে প্লীজ এগিয়ে আসুন।

আগামীকাল ঐ বোনটির লাঞ্ছিত হওয়া যেভাবে পারেন বন্ধ করেন।

আর একটি মেয়েও যেন লাঞ্ছিত না হয়, আর একটি মেয়ের স্বপ্ন যেন অঙ্কুরেই শেষ না হয়ে যায়।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

সোহানী বলেছেন: আমি ঠিক মেলাতি পারছিনা, আমিতো ঢাকা বিশ্ববিদ্যালয় থৈকে পাশ করেছি ও হলে দীর্ঘ সময় ছিলাম..কই তখনতো র্রেগিং দেখি নাই। তবে কি এটা শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে???...ভাই যেখানেই থাকুক এটা বন্ধ করা উচিত...জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আর বদনাম শুনতে চাই না এমনিতেই অনেক বদনাম।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

মুন্তাসীর আর রাহী বলেছেন: আপনি ২ দিন পিছিয়ে পড়েছেন। ২ দিন আগের পোষ্টগুলো চেক করুন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.