নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

অনুষ্ঠিত হলো অনলাইনভিত্তিক উন্মুক্ত সাহিত্য মঞ্চ জলছবি বাতায়নের মিলনমেলা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

কুয়াশাহীন মাঘের এক পড়ন্ত বিকেল। বাংলা একাডেমী চত্বর জুড়ে বইমেলার উৎসবে মাতামাতি। নতুন বইয়ের ঘ্রাণ নিতে আসা অসংখ্য বইপোকা মানুষ। আর আমরা জলছবি বাতায়নের বন্ধুরাও মেতে উঠেছিলাম জলছবি বাতায়নের প্রকাশনা ও পুরষ্কার বিতরণী উৎসবে। বেলা তিনটে থেকেই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকে জলছবি বাতায়নের লেখক, শুভানুধ্যায়ী বন্ধুরা। বাংলা একাডেমীতে আজ অমর একুশে বইমেলার উদ্বোধনী থাকার কারনে প্রধানমন্ত্রীর নিরাপত্তা জনিত প্রটোকলের কারনে আমাদের পূর্বঘোষিত অনুষ্ঠান শুরু করতে একটু দেরী হয় এবং আমরা ভেন্যু পরিবর্তন করে পাবলিক লাইব্রেরী চত্বরে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।



প্রিয় ব্লগার নীলসাধু'র সঞ্চালনায় একটি প্রানবন্ত মিলনমেলায় পরিণত হয়ে বিকেলের পাবলিক লাইব্রেরীর উন্মুক্ত মঞ্চ। তবে অশ্রুসিক্ত করে তুলে আমাদের জলছবি বাতায়নের সম্পাদক নাসির আহমেদ কাবুল যখন আমাদের মাঝে তার ভালোলাগার কথা তুলে ধরেন। তিনি এমাসেই কানাডায় চলে যাবেন। তার বক্তব্যে আমাদের প্রতি এবং জলছবি বাতায়নের প্রতি যে ভালোবাসার নিবিড় বুননের দিক নির্দেশনা দিয়েছেন তা সত্যিই আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।



অনুষ্ঠানে চোখে পড়েছে সবার সাথে একে অপরের শুভেচ্ছা বিনিময়, ফটোসেশন, কিছু ক্ষুদে বন্ধুর উপস্হিতি। জলছবি বাতায়নের নির্বাহী সম্পাদক জহিরুল ইসলামের অক্লান্ত পরিশ্রমের কারনে আমরা অনুষ্ঠানে সুন্দর কিছু প্রকাশনা হাতে পেতে সক্ষম হয়েছি।



পরিচয় পর্ব এবং স্বাক্ষর পর্বের পর অনুষ্ঠানে জলছবি প্রকাশনের কিছু বইয়ের মোড়ক উন্মোচন করা হয়:



জলছবির মহান একুশে সংকলন ২০১৩

জলছবির লেখকদের গল্পকবিতা সংকলন খোলা জানালা

নাসির আহমেদ কাবুলের কবিতাগ্রন্থ জনারণ্যে একাকী

মোহাম্মদ ইউসুফের কবিতাগ্রন্থ পৃথিবীর ক্রন্দন

বিন আরফানের ফুলকুড়িদের মহানবী (স.)

মিলন বনিকের আদরের নৌকা



মোড়ক উন্মোচন পর্বের পর জলছবি বাতায়নের লেখকদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট গুলো স্পন্সর করা হয় জলছবি বাতায়নের লেখক, কার্যনির্বাহী সদস্য বিন আরফানের সৌজন্যে। ক্রেস্ট প্রাপ্ত লেখকরা হলেন-

* সেলিনা ইসলাম

* সাঈদ মোহাম্মদ ভাই

* মোঃ কবির হোসেন

* মাঈনুদ্দিন মইনুল

* মোহাম্মদ ইউসুফ

* রায়হান ফেরদৌসা

* এশরার লতিফ

* রাসেল মাহমুদ

* রীতা রায় মিঠু

* আজিম হোসেন আকাশ

* তানি হক

তবে ক্রেস্ট ও সৌজন্যকপি যারা পাননি তাদেরকে নির্বাহী সম্পাদক জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করতে হবে।



অনুষ্ঠানে আড্ডার পাশাপাশি নেয়া হয় গুরুত্বপুর্ণ কিছু সিদ্বান্ত। জলছবি বাতায়নের সম্পাদক নাসির আহমেদ কাবুল তার বতৃতায় সে সিদ্বান্তের কথা ঘোষনা করেন। সিদ্বান্ত গুলি নিম্নরুপ-

১। পহেলা ফেব্রুরারিকে "নবীন লেখক দিবস" হিসেবে ঘোষনা। সংস্ক্বতি বিষয়ক মন্ত্রণালয়কে সে বিষয়ে অবহিত করা।

২। জলছবি বাতায়ন থেকে নববর্ষের সংকলন প্রকাশ করা।

৩। জলছবি বাতায়ন থেকে অমর একুশে সংকলন প্রকাশ করা।

৪। জলছবি প্রকাশন থেকে বছরব্যাপী বই প্রকাশ।

৫। জলছবির উদ্যোগে বইমেলা অনুষ্ঠান করা।

৬। দেশের প্রতিটি জেলায় জলছবির শাখা কমিটি গঠন করা।



জলছবি বাতায়নের বিপুল সংখ্যক বন্ধুদের উপস্হিতি আমাদের মিলন মেলাকে স্বার্থক রুপ দিয়েছিল। তাদের প্রতি তাই সত্যিই আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ জানাচ্ছি যারা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। (বিন আরফান, আলমগীর সরকার লিটন, রাসেল মাহমুদ, স্বপ্লিল সহ অনেকেই)।



অনুষ্ঠানে জলছবি বাতায়নের সম্পাদকের পূর্বঘোষনা অনুযায়ী "শুনই প্রগতি পাঠাগার"-এ জলছবির সবগুলো প্রকাশনার কপি প্রদান করে। এ উদ্যোগটি সত্যিই প্রশংসার দাবী রাখে।



অনুষ্ঠানের ছবি ওয়েব লিংকে পরে শেয়ার করা হবে। তবে অনুষ্ঠানের ছবি দিয়ে কয়েকটি পোস্টের লিন্ক এখানে দেয়া হলো। আশাকরি কিছুটা তৃষ্ণা হলেও মেটাবে।



প্রকাশনা উৎসব ও পুরস্কার বিতরণীর কিছু ছবি::

http://jalchhabibatayan.com/archives/7837



হৃদয়ের মণিকোঠায় আগলে রাখার মত কিছু স্মৃতিময় ছবি::

http://jalchhabibatayan.com/archives/7903



সবাইকে আবারো শুভেচ্ছা আজকের মিলনমেলায় আমাদের সাথে থাকার জন্য। শুভ কামনা।



হাসান ইকবাল

১ ফেব্রুয়ারি ২০১৩

শাহবাগ, ঢাকা





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.