নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে- হামিদুর রহমান

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

শহীদের খুন মেখে আসে একুশে ফেব্রুয়ারি,

স্বাধীনতার বজ্র-কন্ঠ- সে কি ভুলিতে পারি?

অমর একুশ তুমি রক্তে কেনা মোর প্রত্যাশা,

জীবন বাঁচার সংগ্রামে তুমি আমার ভালোবাসা।

বরকত, সালাম, রফিক ও জব্বার-

জীবন দিয়ে রাখলে মান আমার বাংলার।



মায়ের মুখের মধুর বুলি- রক্তে ধুয়ে দিলে,

চলার পথে বাধা বন্ধন- সব উড়িয়ে নিলে।

প্রতিবার ফিরে ফিরে আসে জীবনের আশ্বাস,

দৃঢ় প্রত্যয়ে জীবন্ত হয় বায়ান্নের ইতিহাস।

বীর শহীদের রক্ত আকড়ে একুশ আমার আশা,

জনতার অযুত কন্ঠে আজি গর্জে বাংলা ভাষা।



আটই ফাল্গুনে রক্ত আকড়ে লিখিল যে নাম,

প্রহত প্রহরে মন-গহনে বরকত ও সালাম।

কালের গহনে বিলীন আজি- বায়ান্নের এই সাল,

শহীদ ভায়েরা ভুলিনি তবু- তোমাদের লুহু লাল।



একাত্তরে জীবন দিয়ে এনেছি স্বাধীনতা,

অমর একুশ তুমি আমার সেই মুখরতা।

একুশ আমার মায়ের কথা- বুকের ভালোবাসা,

একুশ আমার অযুত কন্ঠের অমর প্রত্যাশা।



রচনা কাল:

১৮ ফেব্রুয়ারি ১৯৭৬ ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

তরুন তুর্কী বলেছেন: এত আগে লিখেছেন, তাহলে তো ভাষার মাসে দিতে পারতেন ! ভাল লেগেছে । অবশ্য আপনার লেখার সমালোচনা করার ধৃষ্টতা আমি দেখাতে পারি না । আপনি আমার চেয়ে কত সিনিয়র !!! আমি তো এখনো মাত্র ভার্সিটিতে ভর্তি হব ।
ভালো থাকবেন, ভালো লেখা উপহার দিবেন ।

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে,,,,,লেখায় গতি আছে,,,,,,,,,সাবলীল,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.