নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট সোনামনিদের জন্য বইমেলায়

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

এবারের অমর একুশে গ্রন্হমেলায় প্রকাশিত হয়েছে ছোট্ট সোনামনিদের জন্য ছড়াগ্রন্হ "দুষ্ট লীলাবতী"। বইটি প্রকাশ করেছে রাঁচী গ্রন্থনিকেতন। আর প্রতি পাতায় পাতায় দৃষ্টিনন্দন অলংকরন করেছেন মোস্তাফিজ কারিগর। বইটি মেলায় পাওয়া যাবে রাঁচী গ্রন্থনিকেতন-এর ৯৩ নম্বর স্টলে।

শিশুদের জন্য লেখা চিরন্তন, চিরকালের সব দেশের সব মানুষের। "দুষ্ট লীলাবতী" ছড়াগ্রন্হের লেখাগুলো আজ থেকে চার দশক আগে লেখা। এ গ্রন্থের ছড়াগুলো সত্যিই হিরন্ময় হয়ে আছে এখনো। কত যুগের পুরনো মনের অনুভূতিগুলো এখনো শিশু মনে নতুন করে জাগরুক হয়ে উঠে, মনে দোলা দেয় নতুন করে। শিশুদের নিয়ে লেখায় তাদের মনের অনেক ভাব-কল্পনা নিহিত থাকে, যা সোনা-দানা হীরকের মত মূল্যবান। যেগুলি একান্তই শিশুমনের সম্পদ-মনোজগতের চিরসাথি। শিশুরাই একদা জাতির ভবিষ্যত কর্ণধার। তাদের কথা চিন্তা করেই এ ক্ষুদ্র প্রয়াস ‘দুষ্ট লীলাবতী’ !

বই সম্পর্কে তথ্য:
বইয়ের নামঃ দুষ্ট লীলাবতী
লেখকের নামঃ হামিদুর রহমান
প্রকাশনীর নামঃ রাঁচী গ্রন্থনিকেতন
বইয়ের ধরন: শিশুতোষ ছড়াগ্রন্হ
প্রকাশকাল: ২০১৪ ইং
প্রচ্ছদঃ মোস্তাফিজ কারিগর
পৃষ্ঠা সংখ্যা: ৪০
মূল্যঃ ৭৫ টাকা
বইমেলা স্টল নং: ৯৩

অনলাইনে অর্ডার করেও বই সংগ্রহ করা যাবে:
রকমারি ডট কম
http://rokomari.com/book/76347

পড়ুয়া ডট কম বিডি
http://www.porua.com.bd/books/দুষ্ট লীলাবতী

লেখক সম্পর্কে তথ্য:
হামিদুর রহমান
জন্ম ১৩৫২ সনের ২৮ চৈত্র, ১১ এপ্রিল ১৯৪৬ ইং নেত্রকোনা জেলার আটপাড়া থানাধীন শুনই গ্রামে।

লিখছেন শৈশব থেকেই। গ্রামের আলো বাতাসে বেড়ে উঠেছে দুরন্ত শৈশব ও কৈশোর। ঘাস, ফুল, নদী, প্রকৃতি, মা, মাটি, দেশ যেমন উঠে এসেছে তার লেখনীতে। তেমনি লিখেছেন শিশুদের মনোজগত নিয়ে আপন উপলব্দিতে।

পড়াশোনার পাঠ শুরু হয় বারহাট্টার সিকেপি ইনস্টিটিউশন থেকে। সবচেয়ে বেশি শিশুতোষ লেখা লিখেছেন ষাট ও সত্তরের দশকে। ছড়া কবিতার পাশাপাশি প্রবন্ধ লেখায় সিদ্ধহস্ত তিনি। তার লেখা প্রবন্ধ ছাপা হয়েছে অনেক মাসিক পত্রিকায়। ২০১৩ সালে ঢাকার ‘নান্দনিক প্রকাশনী’ থেকে প্রকাশিত হয় তার প্রথম আত্মজৈবনিক গ্রন্থ ‘জীবনবৃত্তে’। তিনি একজন বইপোকা মানুষ, বই পড়তে ভালোবাসেন। লেখালেখি ও করে যাচ্ছেন নিয়মিত।

শিশুতোষ ছড়া বিষয়ক ‘দুষ্ট লীলাবতী’ লেখকের দ্বিতীয় গ্রন্থ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২

বেলা শেষে বলেছেন:
হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়।
আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি।
আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

....most of all your writings.....i like them...
....salam & respect to you...
....up to next time....

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

হাসান ইকবাল বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

বইটির সাফল্য কামনা করছি ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

হাসান ইকবাল বলেছেন: ধন্যবাদ আরজু আপা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.