নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

নেত্রকোনার বাউল কবি / হামিদুর রহমান

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮

নেত্রকোনার প্রায় ৭০ জন বাউল কবির জীবনালেখ্য ও তাদের রচিত গান নিয়ে এই পাণ্ডুলিপি। নেত্রকোনার বাউল সাধকদের সম্পর্কে মোটাদাগে কিছুটা ধারণা পাওয়া যাবে এ গ্রন্হে। আমার বাবার লেখা এ পাণ্ডুলিপির জন্য প্রকাশক প্রয়োজন। আগ্রহী প্রকাশকরা আমাকে জানাতে পারেন।

==================
নেত্রকোনার বাউল কবি
হামিদুর রহমান
==================
বাউল কবি রশিদ উদ্দিন
বাউল উকিল মুনশি
বাউল সাধক চাঁন খাঁ পাঠান
বাউল তৈয়ব আলী
মৌলানা মিরাশ উদ্দিন
কাঙাল শ্রীনাথ
বাউল দীন শরৎ
বাউল সম্রাট ইদ্রিস মিয়া
মরমী গীতিকার জালাল উদ্দীন খাঁ
বাউল রাজ চাঁন মিয়া
বাউল সাধক মিরাজ আলী
বাউল কবি আব্দুল মজিদ তালুকদার
বাউল আব্দুস সাত্তার
বাউল পাগলা ছাত্তার
বাউল সাধক খেলু মিয়া
বাউল খোরশেদ মিয়া
বাউল আলী হোসেন সরকার
মরমী কবি ছায়েদুন্নেছা সরকার
বাউল আবেদ আলী
বাউল সাধক প্রভাত চন্দ্র সূত্রধর
বাউল আব্দুল হেকিম সরকার
অন্ধবাউল সিরাজ উদ্দিন পাঠান
বাউল চানফর আলী
বাউল নুরু মিয়া
বাউল হরমুজ আলী
বাউল জং বাহাদুর
বাউল কুটিশ্বর
বাউল আকরাম ইসলাম
বাউল আজাদ মিয়া
অন্ধ বাউল খুরশিদ
বাউল আব্দুল বারেক
বাউল কিতাব আলী
বাউল ইদ্রিছ মিয়া
বাউল সুনীল কর্মকার
বাউল ইস্রাফিল
বাউল হরমুজ আলী
হাফেজ বাউল নাঈম
বাউল দীল বাহার
অন্ধ বাউল ছনতারা
অন্ধ বাউল আলেয়া
বাউল দুলাল মিয়া
বাউল ফিরোজ মিয়া
বাউল ইদরিছ মিয়া
বাউল আব্দুল হামিদ খান ভাসানী
বাউল ইসলাম উদ্দিন
বাউল মজিবর
বাউল নিজাম
বাউল রুবি সরকার
বাউল আব্দুল হাকিম
বাউল কমল মিয়া
বাউল সাধক জমশেদ উদ্দিন
বাউল আনোয়ারা বেগম
বাউল গীতিকার ফজলুর রহমান
বাউল আব্দুস ছালাম
বাউল আবুল বাশার তালুকদার
বয়াতী আব্দুল কুদ্দুছ
বাউল জোছনা বেগম
বাউল শামছুন্নাহার
শান্তু বয়াতি
বাউল আব্দুল কাদির
বাউল কমলকান্তি সরকার
বাউল ফকির চাঁন্দ
বাউল করম শাহ
বয়াতি আবদুল হেকিম
বয়াতি আবদুল জব্বার
মিলন গীতালু
গীতিকার শ্রীমঙ্গল শীল
বিভা চক্রবর্তী
বাউল মদন ঠাকুর (মদন মোহন আচার্য)

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১১

শামচুল হক বলেছেন: দারুণ একটি কাজ করছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.