নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

আমতলীর দিন

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ২:১৪

খুব ছোটবেলায় আমতলীর মঠবাড়িগুলো দেখে
আমার বালকমন কেঁপে উঠতো অজানা এক ভয়ে।
শ্মশানঘাটের ওপারে সারি সারি পুরনো মঠ,
মঠ পেরিয়ে সুধীন্দ্রচন্দ্রের পুঁজো মন্ডপ
কীর্তনের আসর ফেরা মানুষ যখন ফিরতো রাত বিরেতে
কারা যেন ডেকে উঠতো পেছনে অদ্ভুত ঘুংরানো শব্দে
সেই ভয় দাঁনা বেঁধেছিল দিনের পর দিন।

চৈত্র সংক্রান্তি এলে বারুনির দিন বাবার পান্জাবি ধরে
চোখ বন্ধ করে পার হতাম মঠবাড়ির খাঁ খাঁ ময়দান।
সুরেশ গোয়ালার উঠোনে এসে চোখ খুলে বাবাকে
কলের জলে আমার ঘর্মাক্ত মুখ ধুয়ে দিতে বলতাম।

যতীনবাবুর কামার দোকানে বাবার বাৎসারিক দা বটি শান দেবার সময়
আমার মন ছুটে যেত সেই রসালো সন্দেশে
লোহাপেটানোর শব্দে আমি খেয়ে নিতাম অমৃত সন্দেশ।

[আমতলীর দিন/ হাসান ইকবাল]

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: নতুন বছরের অনেক শুভেচ্ছা ---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.