নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

কচ্ছপের বাড়ি/ হাসান ইকবাল

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

একবার দুটো সোমন্ত কচ্ছপ বাড়ি বানিয়েছিল
আমার ড্রয়িং রুমের এ্যাকুরিয়ামে।
ওদের দাম্পত্য সংযোগ দেখে আমার হিংসে হয়
আমি সুন্দরবন নিয়ে লিখি বরফযুগের গল্প
আর কচ্ছপযুগল স্টাডি করে- বৈশ্বিক উষ্সতায়
সেক্সুয়াল ডাইভারসিটি ঠিকে থাকবে কী করে - যখন রামপাল তলিয়ে যাবে
দুশো ফুট নিচে সমুদ্রের অতল গভীরে!
এনেলিডা আর্থোপোডা কিংবা মালাস্কাদের মতাে কী আমরাও বিলিন হবাে
যেমনটা ঘটেছে মিলিয়ন বিলিয়ন বছর আগে
অনন্ত বরফবিথী হয়ে মিশে গেছে
প্রিয় ডাইনােসররা।
যেখানে আছে রিও ডি জেনেরিও কিংবা
কায়রো কনফারেন্সের শতপৃষ্টার মেনিফেস্টা
পরিবেশবাদীদের সময়হীনতার এক আস্ফালন

কুর্মিটোলা, ঢাকা।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: ভাবার বিষয়।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

মানুষ বলেছেন: ভালো লেগেছে।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.