নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

ভাল্লাগেনা তোমাদের শহর

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

ভাল্লাগেনা তোমাদের শহর
এই শহরে বইমেলা নেই
ফুটপাতের চায়ের দোকানে প্রাণখোলা আড্ডা নেই
শিড়দাড়া করে কথা বলার আপোষহীন লিটলম্যাগ নেই
অফুরান্ত বইয়ের পাঠাগার নেই
জীবন-জগৎ-সংসারে তোমার নিজস্ব জগত বলে কিছু নেই

তোমাদের শহর আমার ভাল্লাগেনা
বহতামান নদী আছে- দরদী বাউলের কন্ঠ নেই
পলাশ শিমুলের ফাগুন আছে- মায়ের ভাষার গান নেই
আড্ডার ক্যাফে আছে বইয়ের ক্যাফে নেই
বই ছাড়া মানুষ বাঁচে কী করে
এক পেট খেয়ে পড়ে অফিস-বাসা করে করে
তুমি বইহীনা এই নি:সঙ্গ জীবন কাটাও কী করে!

হাসান ইকবাল
৮ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ, ঢাকা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: অসাধারণ লিখেছেন। ভাল লাগল।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সেই শহর, সেই সময়, সেই জীবন
হারিয়েছে কবে, কখন?
জানা নেই কারো আর এখন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.