নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

বইকথা: গল্পে গল্পে সপ্তর্ষিমণ্ডল

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৭

রাতের আকাশে আমরা অনেক সুন্দর সুন্দর তারা দেখতে পাই। কয়টা তারার নাম আমরা জানি। কয়টা তারার সাথে আমাদের পরিচয়। কয়টা তারার সাথে আমরা কথা বলি। লক্ষ কোটি মাইল দূর থেকে তারারা আমাদের মিটিমিটি আলো দেয়-আর মিটিমিটি হাসে। আমরা তারাদের নিয়ে গান গাই, ছবি আঁকি। কত্তো কিছু করি তারাদের নিয়ে। এত তারার সাথে তো পরিচয় হওয়া সম্ভব নয়। আমরা এই বইয়ে সাতটি তারার সাথে পরিচিত হব। এই সাতটি তারাণ্ডলের নাম সপ্তর্ষিমণ্ডল।

সৌরজগতের বিস্ময়, মহাকাশ, সমুদ্রের তলদেশ এসব বিষয়ে আমাদের দেশে ফিকশনধর্মী শিশুতোষ বই একেবারেই অপ্রতুল। সে বিবেচনায় ‘গল্পে গল্পে সপ্তর্ষিমণ্ডল’ একটি নতুন সংযোজন। এ গ্রন্থ পড়ে শিশু-কিশোররা সপ্তর্ষিমণ্ডল সম্পর্কে কিছুটা সম্যক ধারণা পাবে এবং এ বিষয়ে আরো বই পড়ার প্রবণতা তৈরি হবে। সপ্তর্ষিমণ্ডল নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনার পাশাপাশি পৌরাণিক কাহিনি নিয়েও আলোকপাত করা হয়েছে। আশা করি গ্রন্থটি শিশুদের ভালো লাগবে।

গল্পসূচি
অবাক করা সৌরজগত
অনু, অর্ণি আর অর্থি’র সপ্তর্ষিমণ্ডল দেখা
সপ্তর্ষিমণ্ডলের নক্ষত্ররা
পৌরাণিক কাহিনীর সাত ঋষির গল্প
ভাল্লুকমণ্ডল ও বড়ো ভাল্লুকের গল্প
গ্রেট বেয়ারের গল্প
চারকোনা পেয়ালার গল্প
বান লাঙ্গলের গল্প শোনো
জানলার পাশেই সপ্তর্ষিমণ্ডল



বইয়ের নাম: গল্পে গল্পে সপ্তর্ষিমণ্ডল
লেখকের নাম: হাসান ইকবাল
বইয়ের দাম: ১৫০ টাকা
প্রকাশনী: অয়ন প্রকাশন
বইমেলায় স্টল নম্বর: ৪৩৯,৪৪০,৪৪১ (একুশে বইমেলা ২০২০ এর স্টল)
প্রচ্ছদ ও অলকরণ: পার্বতী ঘােষ
বইয়ের ধরন: শিশুতোষ গল্প
বইমেলা: ২০২০

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: বইটা আমার মেয়ের জন্য সংগ্রহ করবো।

২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯

হাসান ইকবাল বলেছেন: ধন্যবাদ। ছোট্ট শিশুদের কথা চিন্তা করেই আসলে এই বইটি লেখা। ভালো থাকুন। আর আপনার মা-মণির জন্য শুভ কামনা।

২| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৮

ময়ূরী বলেছেন: শুভ কামনা নিরন্তর।।

২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

হাসান ইকবাল বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৮

শের শায়রী বলেছেন: আমি বার্ধক্যে উপনীত প্রায়, কিন্তু বিষয়টা আমারো ভালো লাগবে বুজতে পারছি। আশা রাখি বইটি সংগ্রহে রাখব। শুভ কামনা আপনার জন্য।।

২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭

হাসান ইকবাল বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, সুস্হ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.