নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

দুঃখযাপন/ হাসান ইকবাল

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪২

সুখযাপনের আলাদা মিথ আছে। যেখানে আছে সংসার-সঙ্গম-প্রেম। আছে স্মৃতির ঝাপি দিয়ে মোড়ানো বিস্মৃতির দিনলিপি। আছে মায়া- আছে দ্বন্দ্ব, আছে সুখস্মৃতি, মন্দির মদিরায় অরণ্যের দিনরাত্রি আদিম মহিমায়। আছে ব্যঞ্জন- আছে ঘমুকাতার বইপড়ার দিন। আজ না হয় দুঃখযাপনই হোক।
কারণে কিংবা অকারণে আমি দুঃখ যাপন করি। দুঃখ যাপন করি বলেই নিঃসঙ্গতার অরণ্যে স্মৃতিরা দানা বাঁধে। এভাবেই আমি যাতনাকেও বরণ করি। যাতনাকে বরণ করি বলেই আমি নিঃস্বার্থ নিশাচর পাখির মতো রাতফেরা পাখির সময় বেঁধে রাখি ফ্রেমে। আমি বয়ে যাই যেভাবে তুমি বয়ে বেড়াও সুখ কিংবা দুঃখের অসুখ। ভালোবাসা এখানে কেবলি বাড়ায় মিছে মায়া। বিমুর্ত সম্পর্কের জালে ধরা পড়ে তাই কতশতো সম্পর্কের মিথ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ চমৎকার লেখেছেন তবে মন ইচ্ছার প্রতি সবকিছু নির্ভর করে -------- মনে করলেই সুখ দুখ অনুভব করা যায়

২| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: দিন শেষে সবাই ভালোবাসার জয়গান করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.