নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

ক্যাপিটালিস্ট: দ্য ব্লাড সাকার

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪২

আফ্রিকার কালো মানুষরাও কি ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ মাখে?
_________________________________________
তোমাদের এই শহরে বিক্রি হয়ে যায় ফ্লেক্সিলোডের খাতা
যেমনটা বিক্রি হতো আমাদের মহকুমার
রূপসী স্টুডিওর অগুণতি ফিল্ম,
যুবতীর সাদাকালো পোর্ট্রটে।

হায় পুঁজিবাদের বাজার, কত কিছুই বিকোয়
বিকোয় সম্মান, বিকোয় শরীর,
বিকোয় প্রতিপত্তি, বিকোয় পরম্পরা বংশীয় নাম
শরীরের রংটাই আসল, মনটা না।

মিনিপ্যাকে তাই পৌঁছে গেছে প্রসাধন সেই সুদুর চরে
চরের গণি মাঝি সকাতরে বলে-
আফ্রিকার কালো মানুষরাও কি ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ মাখে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: ফেয়ার এন্ড লাভলি মেখে মেয়েরা প্রতারিত হচ্ছে।
তবু মেখেই চলেছে।
অথচ বাঙ্গালী মেয়েরা এমনিতেই সুন্দর। জাস্ট চোখে একটূ মোটা করে কাজল দিলেই অপূর্ব লাগে।

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৪

হাসান ইকবাল বলেছেন: যথার্থই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.