| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জীবন সংগ্রামে আমি পরাজিত সৈনিক
জীবন থেকে পালাতে চায় মন দৈনিক
 কিন্তু পালাব কোথায়?
 পালাবার ঠাই নাহি পাই।
তবু খুঁজে বেড়াই এই বিশাল ধরায়
একটুখানি ঠাই পাবার আশায়।
খুঁজিতে খুঁজিতে আমি যে হেথায়
 সহসা থমকে দাড়াই,
খুঁজিতে যাই না আর পৃথিবীর পরে
ফিরে আসি জীবনের তরে।
এবার আমি আর আগের মতো নই নিরস্ত্র
জীবন সংগ্রামে আজ পেয়েছি ক্ষেপণাস্ত্র ॥
 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৭
কামরুল হাসান জনি বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ ভাই। আপনার জীবনে পূর্ণতা ফিরে আসুক।
২| 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:০১
ইউসুফ আলী রিংকূ বলেছেন: কবিতায় ২য ভালোলাগা দিয়ে গেলাম
 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৮
কামরুল হাসান জনি বলেছেন: ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৫৯
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++