| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রিমঝিম রিমঝিম বৃষ্টি
তার মাঝে হলো শুভদৃষ্টি
মেয়েটি ভিজে হলো চুপসে
শীতে শীতে যেন সে কাঁপছে
অসহায় দুটি চোখ ভাবছে
অজানা শংকায় কাঁদছে
বৃষ্টির ফোটা তা ঢাকছে
এড়াতে পারেনি ছেলেটির চোখকে
মায়া জেগেছে তার নয়নে
এগিয়ে দিয়েছে তার ছাতা যে
তার সাথে ভালবাসা মাখা যে
ফিরাবে বল তারে কেমনে?
হৃদয়-দ্বার খুলে দিল দ্বিধাহীন
প্রাণ ভরে নিল শ্বাস সীমাহীন
চারিদিকে বেজে উঠে প্রণয়-বীণ
দু’টি প্রাণ মিশে গেল চিরদিন।
 
১৬ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:২৭
কামরুল হাসান জনি বলেছেন: ভাললাগা প্রকাশের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২| 
১৫ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৫:৩২
নাবিক সিনবাদ বলেছেন: ![]()
 
১৬ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:২৮
কামরুল হাসান জনি বলেছেন: অনেক ধন্যবাদ সিনবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৫:০৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ