![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
আমাদের দেশের শোবিজের অনেক তারকাই একাধিক বিয়ে করেছেন। অবশ্য ২য় বিয়ে এখন অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছে বললেও মনে হয়, খুব একটা ভূল বলা হবে না।
সেইসব তারকাদের মধ্য থেকে বেশ কিছু তারকার দ্বিতীয় বিয়ে ও সম্পর্কের নানা কথা নিয়ে একটি অনলাইন বিশেষ এই আয়োজনটি করেছে। সেখান থেকে কপি করে সামুর পাঠকদের জন্য দেয়া হলো:
সূবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ:
সুবর্ণা মুস্তাফা বাংলাদেশের একজন স্বনামধন্য অভিনেত্রী। তিনি প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে এবং ক্যামেলিয়া মোস্তফার বোন।
বাংলাদেশের নাট্যজগতে সুবর্ণা এক বিশেষস্থান অধিকার করে আছেন। আশির দশকে অভিনেতা আফজাল হোসেন আর সূবর্ণা মুস্তাফা জুটি সারা দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠে।
দেশের পত্রপত্রিকাগুলোতে বেশ রসালোভাবে আফজাল-সূর্বণার প্রেম কাহিনী ছাপা শুরু করে। একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফরীদি সবে অভিনয়টা শুরু করেছেন।
ঢাকা থিয়েটারে তার তখনো যাতায়তটা শুরু হয়নি। নাসির উদ্দীন ইউসুফ এর অনুপ্রেরনায় ফরীদি যোগ দেন ঢাকা থিয়েটারে। এরই মাঝে দীর্ঘদিনের প্রেমের পরিণতিতে মিনুকে নিয়ে শুরু হয় অভিনেতা ফরিদীর সুখী সংসার। কন্যা দেবযানীকে নিয়ে ভালোই চলছিল তাদের সুখের সংসার।
নাট্যজগতে আর চলচ্চিত্রে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেন ফরীদি। ফরীদি সুর্বণার সঙ্গে অভিনয় শুরু করেন। আসে জনপ্রিয়তা । সহসাই আফজাল দৃশ্যপট থেকে সরে যেতে থাকে। সুবর্না- ফরিদীর জুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। একটা সময় প্রেম। তার পর ফরীদি তার পুরাতন সংসার ভেঙ্গে সুর্বণার সঙ্গে শুরু করেন নতুন সংসার।
মিনুর সাথে বিচ্ছেদের কারণে সেদিন কেঁদেছিল অনেকেই। তারপরও মেনে নিয়েছিল সব ভক্তকুল। বেশ সুখে শান্তিতে কাটছিল তাদের জীবন। এরপর আফসানা মিমি এবং বদরুল আনাম সৌদ এর নতুন ডেইলি সোপ ডলস হাউস এ শুটিং করতে গিয়ে ঘটে অন্য ঘটনা। সে নাটকে ফরীদি সৌদের সাথে শুটিং স্পটেই সুর্বণার মধ্যে একটা ভালো সম্পর্ক দেখতে পাওয়া যায়। এর ফলশ্রুতিতে পরিবারে ঝামেলা সৃষ্টি এবং ফরীদি- সূবর্ণা আলাদা থাকে। প্রায় তিনমাস আলাদা থাকার পর ১৮ মার্চ ২০০৮ এ সূবর্ণা ফরীদিকে ডিভোর্সের নোটিশ দেন। এরপর ফরীদি অসু¯’ হয়ে পড়েন এবং পরিশেষে ১২ ফেব্র“য়ারি ২০১২ তে এই অভিনেতা পরলোকগমন করেন।
এরপর ২০০৮ সালের ৭ জুলাই নাট্যকার, অভিনেতা ও পরিচালক বদরুল আনাম সৌদকে বিয়ে করেন সুবর্ণা মুস্তাফা।
রুনা লায়লা-আলমগীর:
জানা গেছে, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা তার জীবনে বিয়ে করেন একাধিকবার। সর্বশেষ চলচ্চিত্র অভিনেতা আলমগীরকে বিয়ে করেন। রুনা লায়লার সঙ্গে নতুন জীবন জড়ানোর পর আলমগীর তার স্ত্রী খোশনুরের সঙ্গে দীর্ঘদিনের বিবাহিত জীবনের ইতি টানেন। তাদের এক কন্যার নাম সংগীতশিল্পী আঁখি আলমগীর।
হুমায়ূন আহমেদ-শাওন:
হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর নাম গুলতেকিন। এই দম্পতির তিন মেয়ে আর দুই ছেল। হুমায়ূন আহমেদ রচিত ‘আজ রবিবার’ ধারাবাহিক নাটকের সেটে লেখক প্রেমে পড়েন মেয়ে শীলা আহমেদের বান্ধবী মেহের আফরোজ শাওনের। এই অসম প্রেম তুমুল আলোচনার ঝড় তোলে। ভেঙ্গে যায় হুমায়ূন-গুলতেকিনের ৩০ বছরের সংসার।
প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ কার্যকর হওয়ার পরের দিনই হুমায়ূন আহমেদ বিয়ে করেন শাওনকে। শাওনের ঘরে হুমায়ূন আহমেদের দুই ছেলে সন্তান। ১৯ জুলাই এই নন্দিত লেখক চলে যান না ফেরার দেশে।
রিয়া- ইভান :
এ বছরের ৭ মার্চ দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও নৃত্যশিল্পী রিয়া। নতুন বর আমেরিকা প্রবাসী ব্যবসায়ী। নাম ইভান। তিনি নৃত্যগুরু রাহিজা খানম ঝুনুর বোনের ছেলে। এর আগে প্রায় ৭-৮ বছর আগে মিনহাজ নামে একজনকে বিয়ে করেন রিয়া। স্বামী একজন বৈমানিক। নানা কারণে তাদের বনিবনা না হওয়ায় গত সপ্তাহে মিনহাজকে তালাক দেন রিয়া।
কিন্তু এর বাইরে মিডিয়ার সবাই জানতেন, মডেল পল্লবের সঙ্গেই বিয়ে হবে রিয়ার। কিš‘ পল্লবের সাথে দীর্ঘ প্রায় একযুগের বেশি সময় সম্পর্ক থাকার পরও মিনহাজকে বিয়ে করেন রিয়া। এদিকে পল্লব এখনো বিয়ে করেননি। জানা গেছে, রিয়ার দ্বিতীয় বরের নাম ইভান চৌধুরী। তিনি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। চাকরি করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়।
ন্যান্সি- জায়েদ:
জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি এ বছরের ৪ মার্চ বিয়ে করেন ময়মনসিংহ পৌরসভার ছেলে নাজিমুজ্জামান জায়েদকে। এটি ন্যান্সির দ্বিতীয় বিয়ে।
ন্যান্সি জানান, তার মা জ্যোৎস্না হক মারা যাওয়ার পর নিঃসঙ্গতায় ভুগছিলেন। আর অনেক আত্মীয়স্বজনরাও বিয়ের জন্য অনুরোধ করছিলেন। সবদিক বিবেচনা করেই বিয়ে করেন।
এর আগে ২০০৬ সালের ২১ জানুয়ারি ন্যান্সি ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী সৌরভকে। তাদের ঘরে রোদেলা নামে ৬ বছরের মেয়ে সন্তান রয়েছে।
হিল্লোল-নওশিন:
গত ১ মার্চ বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা নওশিন ও হিল্লোল। আর এটি তাদের দ্বিতীয় বিয়ে। এমন সংবাদ জানা গেলেও নওশিন তা অস্বীকার করেছেন।
তিনি বলেন, আমরা এখনও বিয়ে করি নাই। তবে শিগগিরই করব। তবে তারা বিয়ের কথা অস্বীকার করলেও তাদের কাছের মানুষরা বলছেন, বিয়ে করে তারা এক সঙ্গেই আছেন। এর আগে মডেল অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নিকে বিয়ে করেছিলেন হিল্লোল। আর নওশিন বিয়ে করেছিলেন এক ব্যবসায়ীকে। উভয়ের ঘরে সন্তান রয়েছে।
আরফিন রুমী-কামরুননেসা:
প্রথম স্ত্রী অনন্যাকে ঘরে রেখেই দ্বিতীয় বিয়ে করে সমালোচনায় পড়েন সঙ্গীত তারকা আরফিন রুমী। আমেরিকা প্রবাসী কামরুননেসাকে বিয়ে করে মাস কয়েক আগে ঢাকায় পাড়ি জমান তিনি। সম্প্রতি অনেকটা ঘরোয়াভাবে বেশ জমকালো আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়।
দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে রুমীর বক্তব্য, ইসলামে একাধিক বিয়ের অনুমোদন আছে। আমি প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেছি। এখানে দোষের কিছু নেই।
অপূর্ব-অদিতি:
রোমান্টিক নায়কখ্যাত অভিনেতা অপূর্ব প্রথম বিয়ে করেন অভিনেত্রী প্রভাকে। বিয়ের পর মাত্র এক মাস অপূর্ব প্রভা এক সাথে ছিলেন। এ সময় প্রভা অপূর্বের বাসায় ছিলো।
এরপর আগের প্রেমিক রাজীবের প্রচার করা প্রভার নগ্ন ভিডিও চিত্রগুলো প্রকাশের পর থেকেই অপূর্ব ও প্রভার মাঝে সম্পর্কের টানাপোড়ন দেখা যায়। এরপর তারা টানা ৫ মাস আলাদা থাকেন। খোঁজ নিয়ে জানা যায়, দুই পরিবারের সদস্যদের সম্মতি ও মধ্যস্ততায় এ বিবাহ বিচ্ছেদ ঘটে। আর এর ফলে অপূর্বকে দেনমোহর বাবদ গুণতে হয়েছিলো ১০ লাখ ১ টাকা।
এরপর অপূর্ব দ্বিতীয় বিয়ে করেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাদিয়া হাসান অদিতিকে।
প্রভা-শান্ত:
অভিনেতা অপূর্বের সাথে বিয়ে ভেঙ্গে যাবার পর দ্বিতীয় সংসার জীবন শুরু করেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
আনুষ্ঠানিকভাবে বর মাহমুদ শান্তর বাসায় গিয়ে ওঠেন প্রভা।
প্রভার দ্বিতীয় স্বামী মাহমুদ শান্তর গ্রামের বাড়ি বরিশাল। বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মা একজন চিকিৎসক। বর্তমানে মাহমুদ শান্ত একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন।
অপি করিম-উজ্জ্বল:
বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিমও দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে ২ সেপ্টেম্বর ২০১২ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বর উজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার“কলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। এখন ব্যস্ত আছেন নাটক, টেলিছবি এবং বিজ্ঞাপনচিত্র নির্মাণ নিয়ে।
উল্লেখ্য, বিয়ের পর থেকেই অপিকে তার প্রথম স্বামী ড. আশির আহমেদ সন্দেহ করতেন, ঘটনাক্রমে অপি করিমের সংসার ভেঙ্গে যায়। এরপর অপি দ্বিতীয় বিয়ে করেন।
আনিসুর রহমান মিলন-পলি:
অভিনেতা আনিসুর রহমান মিলন ক্যারিয়ারের শুর“তেই লুসিকে বিয়ে করেছিলেন। তাও এক যুগ আগের কথা। কিন্তু হঠাৎ করেই জানা যায় লুসির সাথে মিলন প্রায় দুই বছর আলাদা থাকছেন। সেই সাথে আরো আলোচনায় নতুন মোড় নেয় ।
মিলনের সাথে ফেসবুকে পলি নামের আমেরিকা প্রবাসী এক মেয়ের ছবি। ছবিটি নিয়ে নানাজনে নানা কথা বলে। বলা হচ্ছে, পলির সঙ্গে দ্বিতীয় সংসার পেতেছেন মিলন।
কিন্তু মিলন বলেন, ‘আমি পলি নামে মেয়েটাকে চিনি। আর পারিবারিকভাবে আমাদের পরচিয় আছে। আর লুসির সাথে আমার আইনগত ভাবে কোন ছাড়াছাড়ি হয়নি। আমি যদি কাউকে দ্বিতীয় বিয়ে করি তবে সবাইকে জানিয়েই করব।’
এছাড়া অভিনেতা শোয়েব ও অভিনেত্রী মৌসুমী নাগ শিগগিরই বিয়ের ঘোষণা দিবেন বলে জানা গেছে। আর বিয়ে হবে মৌসূমীর দ্বিতীয় বিয়ে। মৌসূমী নাগের প্রথম বিয়েটি হয়েছিল মিঠু বিশ্বাসের সাথে।
এভাবে অনেক তারকাই দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন। তাদের নিয়ে আছে অনেক আলোচনা-সমালোচনাও। তবু তাদের নতুন জীবনগুলো যেন সুখের হয় সেই কামনা সবার।
তথ্যসূত্র:
Click This Link
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
এম এ হাসান মাহামুদ বলেছেন: যারা বিবাহিত এবং এই তালিকায় নেই।
২| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
শুকনোপাতা০০৭ বলেছেন: হায়রে..কষ্ট লাগে এদের সন্তানদের জন্য মাঝখানে থেকে এরা পায় অযাচিত কষ্ট!
৩| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
টেকনিসিয়ান বলেছেন: @আহলান বলেছেন: অনেকেই এক বউতে সুখি আছে,তাদের লিস্ট কোই?
এই যে ভাই আমি আছি............তবে মডেল তারকা নয় অতি সাধারণ একজন টেকনিশিয়ান।
৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪১
সাদ আরেফিন বলেছেন: নিশ্চিত থাকেন এইগুলার পুলাপাইন হনুরুপি পরগতশিল অইব ..
৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮
নিমচাঁদ বলেছেন: ব্যাপক তথ্যবহুল এবং জনগুরুত্বপূর্ণ পোষ্ট।
৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২
গ্রাম্যবালিকা বলেছেন: ভাল্লাগেনা এইসব ছাড়াছাড়ি।
একজন ছেড়ে আরেকজনের কাছে যেয়েই কি লাভ, সেও যে আগের জনের মত হবেনা তার নিশ্চয়তা কি! সমঝোতা করে চল্লেই হয়।
৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬
শিপু ভাই বলেছেন:
আহা কি আনন্দ আকাশে বাতাসে!!!
৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬
মাক্স বলেছেন: শিপু ভাই বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে
৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬
কালীদাস বলেছেন: এই পোস্ট স্টিকি না কইরা মডারেটররা নিজেদের কর্তব্যে গাফিলতির পরিচয় দিল আরেকবার দিক্কার, দিক্কার
১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০
আকাশ_পাগলা বলেছেন: এইসব ফ্যান্টাসি জগতের কাহিনী আমার কাছে বড়ই মজা লাগে।
১১| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
সাদা রং- বলেছেন:
দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে রুমীর বক্তব্য, ইসলামে একাধিক বিয়ের অনুমোদন আছে।
উনি এটা জায়েজ করছেন।
১২| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮
আল-রোমান বলেছেন: ১০১৯ বার পঠিত
১ম ভাললাগা দিলাম
এত্ত মানুষ পড়ল কিন্তু কারু ভললাগেনাই, এইডা কোন কথা?
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
এম এ হাসান মাহামুদ বলেছেন: হাহাহাহা। ভাই আপনি আমার দোস্ত হলে চরম একটা কমেন্টস করতে পারতাম। ক্যাম্পাসে যা হয় আর কি!!!
ভাল লাগলো...
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
আহলান বলেছেন: অনেকেই এক বউতে সুখি আছে,তাদের লিস্ট কোই?