![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
একাধিক বিয়ে তারকাদের ফ্যাশন! কিছু গল্প -১
Click This Link
একাধিক বিয়ে তারকাদের ফ্যাশন! কিছু গল্প -২
Click This Link
তারকাদের একাধিক বিয়ে করার রীতি অনেক আগে থেকেই চালু হয়। এবার তখনকার প্রসিদ্ধ দুজন তারকার দ্বিতীয় বিয়ের কথা লেখা হলো।
খান আতাউর রহমান
খান আতাউর রহমান (১১ ডিসেম্বর ১৯২৮ - ১ ডিসেম্বর ১৯৯৭) একজন বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীত পরিচালক, গীতিকার, প্রযোজক, সংলাপ রচয়িতা, কাহিনীকার। অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, তার মধ্যে ‘জীবন থেকে নেয়া’ (১৯৭০) উল্ল্যেখযোগ্য।এই ছবিতে তার গাওয়া গান “এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে”, বাঙ্গালি জাতিকে মানসিক শক্তি যুগিয়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে। তার জন্মস্থান মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার রামকান্তপুর গ্রামে। তিনি খান আতা নামে বহুল পরিচিত।
ব্যক্তিগত জীবনে খান আতাউর রহমান তিন বার বিয়ে করেন। লন্ডনে থাকাকালীন সময়ে তিনি শার্লি নামক এক ইংরেজ মেয়ের সাথে পরিচিত হন এবং তাকে বিয়ে করেন।বাংলাদেশে আসার পর তাদের একটি সন্তান হওয়ার পরে খান আতা এবং শার্লির মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় এবং শার্লি সন্তান নিয়ে লন্ডনে ফিরে যান।এরপর খান আতা মাহবুবা হাসনাত কে বিয়ে করেন।একটা বেতার কেন্দ্রে তাদের পরিচয় হয়েছিল।তাদের একটি মেয়ে হয়। মেয়ের নাম রুমানা ইসলাম।১৯৬৮ সালে খান আতা বাংলাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী নিলুফার ইয়াসমিনকে বিয়ে করেন।খান-আতা এবং নিলুফারের ছেলে আগুন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী।
জহির রায়হান বাংলাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার। তিনি ব্যক্তিগত জীবনে তিন বার বিয়ে করেন: প্রথমে বিয়ে করেন হেনা লাহিড়ীকে। ১৯৬১-তে সুমিতা দেবীকে এবং ১৯৬৬-তে তিনি সুচন্দাকে বিয়ে করেন, দুজনেই ছিলেন সে সময়কার বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী।
প্রয়াত অভিনেত্রী সুমিতা দেবীর দুই ছেলে বিপুল রায়হান ও অনল রায়হান। দুজনেই প্রতিষ্ঠিত নাট্য নির্মাতা। আরেক স্ত্রী সুচন্দা'র ছোট ছেলে তপু রায়হানও অভিনেতা। তিনি ‘সবুজ কোট কাল চশমা' ছবিতে অভিনয় করেছিলেন। জহির রায়হানের ভাই শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার।
(চলতে পারে)
©somewhere in net ltd.