নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, জনসংখ্যা বাড়ছে তাই ধর্ষণ বাড়ছে, কতটা যৌক্তিক?

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২











‘জনসংখ্যা বাড়ছে, তাই ধর্ষণও বাড়ছে’ বিধানসভায় এমন ভাষণ দিয়ে আবারো বিতর্কে জড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনারা বলছেন রেপ (ধর্ষণ) বেড়েছে৷ জনসংখ্যাও তো বেড়েছে, গাড়ি বেড়েছে, ইনফ্রাস্ট্রাকচার (অবকাঠামো) বেড়েছে, শপিং মল বেড়েছে, মডার্ন হচ্ছে, ওয়েলকাম করতে হবে এগুলোকে।’



বিধানসভায় গতকাল শুক্রবার রাজ্যপালের ভাষণের শুরুতেই ধর্ষণ ইস্যুতে এভাবে আক্রমণাত্মক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, পার্কস্ট্রিট ও কাটোয়া গণধর্ষণের অভিযোগকে সাজানো ঘটনা বলে মন্তব্য করেছিলেন মমতা৷পার্কস্ট্রিটকাণ্ডে পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই ওই ঘটনাকে সাজানো আখ্যা দিয়েছিলেন।







মমতা বলেন, ‘রেপ কেস রেজিস্ট্রার করতে মেয়েরা আগে লজ্জা পেত, এখন সচেতনতাও বেড়েছে, রেজিস্ট্রার করছে৷ এটা সমাজের ভাল লক্ষ্মণ৷ কমপ্লেন করলেই যে জেনুইন, অনেক সময় তা হয় না৷ অনেক সময় কমপ্লেন তুলে নেয়।’ কাটোয়ার ক্ষেত্রেও পুলিশের কাছে অভিযোগ দায়েরের পরও মমতা রাইটার্সে দাঁড়িয়ে বলেছিলেন, ওই মহিলার স্বামী সিপিএম। রাজ্য সরকারকে অপদস্থ করতেই ওই মহিলা ধর্ষণের সাজানো অভিযোগ এনেছেন। তখনও প্রশ্ন উঠেছিল ধর্ষণের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে মুখ্যমন্ত্রী কি প্রয়োজনীয়ও গুরুত্ব দিচ্ছেন না। আজও একই প্রশ্ন উঠল। কারণ,আজও বিধানসভায় তিনি বললেন, অনেক সময় ধর্ষণের অভিযোগ জানানো হলেও আসলে ধর্ষণের ঘটনা তো নাও ঘটতে পারে৷ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও অনুগত বিশিষ্টরা বিভিন্ন সময়ে নির্যাতিতাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডে মন্ত্রী মদন মিত্র কার্যত ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ওই ঘটনাকে ক্রেতা ও খদ্দেরের মধ্যে রফা সংক্রান্ত বিবাদ হিসেবে মন্তব্য করেছিলেন।



বারাসাতের শ্লীলতাহানির ঘটনায় তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ মেয়েদের স্কার্টের সাইজ নিয়েও মন্তব্য করেছিলেন। চলতি অধিবেশনেই হাওড়ার এক তৃণমবল বিধায়ক বলেন, ধর্ষণ ধর্ষণ চিৎকার করে কি লাভ। আপনার, আমার বাড়ির মেয়েরা কি রাত দুটোর সময় বাড়ির বাইরে থাকে। এসবের থেকে একধাপ এগিয়ে এদিন বিধানসভায় দাঁড়িয়ে ধর্ষণের কারণ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।



দেশের অন্যান্য শহরের তুলনায় আইন-শৃঙ্খলা ইস্যুতে কলকাতা যে অনেক ভাল অবস্থায় রয়েছে, তা রীতিমত খতিয়ান দিয়েও এদিন প্রমাণ করার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী৷ তার মন্তব্যেও প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা ৷এদিন বিধানসভায় বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী কার্যত ধমক দিয়ে বলেন, ‘আপনি যখন বলেছেন, তখন আমি বসে শুনেছি৷ আমাকে জ্ঞান দেবেন না৷..আপনি আপনার কথা বলেছেন, আপনার ভাষায়৷ আমি কথা বলছি আমার ভাষায়৷ আমার সময় কম৷ এখন আমার টার্ম, আমি বলব৷’ এখন কথা হচ্ছে, ভারতে সম্প্রতি ধর্ষণ, গণধর্ষনের ঘটণা অহরহ ঘটছে। রাজ্য সরকার কোনভাবেই এর প্রতিকার করতে পারছেনা, বন্ধও করতে পারছে না। এর মধ্যে একজন ট‌্যুরিস্ট গণধর্ষনের শিকার হওয়ার পর বিষয়টি বাইরের মিডিয়াতেও আলোচনায় এসেছে। এর আগে স্কুল ছাত্রী গণধর্ষনের ঘটনায় বাজে মন্তব্য করে রাহুল গান্ধী পরে ‌'সরি'ও বলেছিলেন।

কিন্তু মহিলা হয়ে চলমান অনিয়ন্ত্রিত পরিস্থিতে মমতা এই কথা বলে কিসের পরিচয় দিলেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

সুলাইমান হাসান বলেছেন: B:-) :( :(

২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

নাজ_সাদাত বলেছেন: নিতান্তই ছোটলোকের পরিচয় দিলেন এই মহিলা।

৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪

আল ইফরান বলেছেন: পাগলে (মমতা) কিনা বলে, আর ছাগলে কিনা খায় ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.