নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

জামায়াতের দুই কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদকে গ্রেপ্তারে ব্যর্থতার প্রতিবেদন

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮



আদালত অবমানার বিষয়ে বক্তব্য দেয়ায় জামায়াতের দুই কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদকে গ্রেপ্তারের ব্যর্থতা স্বীকার করে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। একই সঙ্গে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম ও নির্বাহী পরিষদের সদস্য আযাদকে গ্রেফতার করা এবং না করার বিষয়ে ১০ এপ্রিলের মধ্যে পুলিশের মহাপরিচালক (আইজিপি) ও ঢাকা মেট্টোপলিটন কমিশনারকে (ডিএমপি) প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

প্রতিবেদন জমা দেয়ার পর আগামী ২৪ এপ্রিল আবারও দুই নেতার গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।



গত ৬ মার্চ জামায়াতের তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নিদের্শ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আদেশের পরে ওই দিন রাতে সেলিম উদ্দিনকে র‌্যাব গ্রেপ্তার করলেও বাকি দু’জনকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় আইন-শৃংখলা বাহিনী।



উল্লেখ্য, ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেয়ায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ এমপি ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনকে গ্রেফতার করে ২১ মার্চ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

মুহাম্মদ ফয়সল বলেছেন: বাংলাদেশের পুলিশ কোন সন্ত্রাসীর হদিস জানে না, এরকম কথা বিশ্বাসযোগ্য নয়। ভিতরে নিশ্চয়ই কিছু ঝামেলা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.