নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

রানা ধরা পড়ায় নতুন আতঙ্কে মুরাদ জং!

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩





সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেপ্তারের পর আতঙ্কে আছেন এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ। তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রানা পুলিশের জিজ্ঞাসাবাদে মুরাদ জংকে জড়িয়ে কোনো তথ্য ফাঁস করে দিতে পারেন- এমন আতঙ্কে তার সময় কাটছে বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। এর মধ্যে আজ প্রধানমন্ত্রী সাভারে ভবন ধসের ঘটণাস্থল পরিদর্শনে গীয়ে মুরাদকে কাছে ঘেঁষতে না দিয়ে তার ভয় আরো বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।



এই বিষয়ে লেখা অন্য একটি লেখা পড়ু

প্রধানমন্ত্রী এতো রাগ করলেন কেন?

Click This Link



সাভার আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এমপি মুরাদ জংয়ের বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে সোহেল রানা ওতোপ্রোতভাবে জড়িত। জুট ব্যবসা, জমিজমার ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা বাণিজ্যে ‘সন্ত্রাসী’ রানাকে সহযোগী হিসেবে ব্যবহার করত। এমপি মুরাদ জংয়ের সঙ্গে রানা বাহিনীর সখ্যতার কথা সাভার জুড়ে ওপেন সিক্রেট বিষয়।



অনুসন্ধানে জানা গেছে, সাভারে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন উপায়ে উপার্জিত অর্থের একটি অংশ মুরাদ জংকে দিতে হত। রানা এসব কাজের সমন্বয়ক হিসেবে কাজ করত। তাই এমপি তৌহিদ জং মুরাদের অনেক গোপন তথ্য রানার জানা আছে। পুলিশের জিজ্ঞাসাবাদে শাস্তি থেকে বাঁচতে রানা যদি এমপি মুরাদ জংয়ের এসব তথ্য ফাঁস করে দেন তাহলে বিপদে পড়তে হবে। এই ভেবে মহাদুঃশ্চিন্তায় মুরাদ জং।



সাভার উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ কবির বলেন, মুরাদ জং এমপি হওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগে নেতাদের মূল্যায়ন করত না। রানাসহ অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে নানা কর্মকাণ্ড পরিচালনা করত। রানাকে জিজ্ঞাসাবাদ করলে এমপি মুরাদের অনেক কর্মকাণ্ডের অজানা তথ্য বের হয়ে আসবে।



অভিযোগ রয়েছে, বুধবার সাভারে ভবন ধসের আগে রানাকে ঘটনাস্থল থেকে মুরাদ জং নিজে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেন। সেই থেকে রানা নিখোঁজ ছিল।



তথ্যসূত্র:

Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দে গরুর গা ধুইয়ে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



এবার পঙ্গপাল সমেত প্রকৃত বিচার হোক। তবে যদি জাতি আশার আলো দেখতে পায়!

আর আওয়ামীলীগ দেখতে পাবে-ভোটের আলো ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.