![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
কিছু মানুষকে ইতিহাস কখনো ক্ষমা করবে না.....
আমি সংবাদপত্র তথা মিডিয়ার কথা বলছি। নিজেদের অযোগ্যতাকে আড়াল করার জন্য যারা সর্বদা কূট, দলবাজি এবং ছলচাতুরিতে ব্যস্ত থাকে...
কোমলমনা সংবাদকর্মীরা সবসময় যাদের কারণে জিম্মি হয়ে থাকে....
সাধারণ মানুষরা অনেকটা এদের কারণে সাংবাদিকদের সাংঘাতিক বলে....
সব চেয়ে বড় কথা, এসব স্বার্থলোভী মানুষগুলোর কারণেই মাথামোঠারা নিবেদিতপ্রাণ সংবাদকর্মীদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলার সাহস পায়....
পুনশ্চ: আমার অতীত অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলো....
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
এম এ হাসান মাহামুদ বলেছেন: ভাই আপনার সাথে আমি পুরোপুরি একমত। আসলেই ভাই, আমাদের কিছুই করার নেই, শুধু নিজের ভেতরে প্রতিবাদ ছাড়া......
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
খাটাস বলেছেন: সংবাদ প্রকাশের জন্য একটা সংবাদ মাধ্যম দরকার। সংবাদ মাধ্যম আবার বিভিন্ন রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ। যেসব সাংবাদিক অসৎ মুলত তাদের কথা বাদ দিলাম, কিন্তু যারা সৎ তারা কাদের কাছে দায়বদ্ধ, তা যুক্তিতেই বোঝা যায়।
আর রাজনৈতিক দল গুলোর একক আধিপত্য কারন, আমাদের মত সাধারণ মানুষ নিজে অন্যায় করে কখন ও ঠিক হয় না, আর দল গুলোর বিরুদ্ধে একটাই অস্ত্র ব্যাবহার করে গালি, যেখানে অস্ত্র হউয়া উচিত ছিল সততা।
সব কিছু একটার সাথে আরেক টা সম্পৃক্ত। সব কিছুর ভিত্তি সাধারণ মানুষ। তারা না পালটালে কিছুই পালটাবে না। ঐ কোন এক শ্রেণির ওপর আপনার বৃথা ক্ষোভ দিয়ে কিছু হবে না ভাই। আমাদের মধ্যে দেশ পরিবর্তনের জন্য নিজের পরিবর্তনের চেতনা জাগাতে হবে- যা সাহাবাগ , মতিঝিল থেকে আসবে না। আসবে নিজের বিবেক থেকে।
শুভ কামনা।