নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

হরতাল যে কিভাবে ঢুকে গেছে মগজে...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

আজ দুপুরের কিছু আগে মতিঝিলস্থ জীবন বীমা ভবনের ১৩ ও ১৪ তলার মাঝামাঝিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে.।

আমার কর্মস্থলও মতিঝিলেই। কোনো এক অনলাইনে সংবাদ-টা পড়ে আমার একজন আত্মীয় আমাকে ফোন দিল। আমি হ্যালো বলার সাথেই সাথেই বললো, শুন আজ কিন্তু অফিস যাবি না..! আমি বললাম কেন? কি হইছে? উনি বললো, হরতালের কারণে অত্ত বড় জীবন বীমা টাওয়ার জ্বালাইয়া দিছে........ওদিকে কিন্তু যাবি না আজ বলে দিলাম...। বললাম, আরে ওটা তো ১৩ তলার ওপরে হইছে, অন্যভাবে আগুন লেগেছে। -তাও যাবি না, কি না কি হয়? বললাম, আপনে নিশ্চিন্ত থাকেন, সমস্যা হবে না। আর এটা পিকেটারদের কাজও না...

>>চলমান অবস্থা দেখে মনে হচ্ছে, এভাবে চলতে থাকলে ক'দিন পরে আমরা কুকুরের ঘেউ ঘেউ শুনেও ভয় পাবো, বেটারা কি এটা বুঝে না? বুঝে না, দেশটা শুধু রাজনীতিওয়ালাদের না, আমাদের মত ছা-পোষা মানুষগুলোও এখানে বাস করে...!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

মোমেরমানুষ৭১ বলেছেন: আসলেই চিন্তার বিষয়......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.