![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
অনেক শাসন করেও যখন সংসারের বেয়াড়া সন্তানটিকে
ঠিক করা যায় না,
তখন বড়রা 'একে আর হবে না' বলে হাফ ছেড়ে দেয়.........।
ঠিক তেমন, ব্লগ আর ফেসবুকের বন্ধুদের রাজনীতি নিয়ে এতো আগ্রহ দেখে অবাক হচ্ছি।
সংলাপ, হরতাল, পরিস্থিতি আর নির্বাচন নিয়ে এতো মাতামাতি দেখে বলতে ইচ্ছে করছে, আরে ভাই, ওনাদের থেকে ভাল কিছু আশা করে
পেয়েছেন কখনো?
তার চেয়ে বরং বাদ দেন না. ওটা পঁচে যাওয়া জিনিস, শুধুমাত্র মাথা মোটারাই এটা নিয়ে আছে.......
তাদেরই এটা নিয়ে থাকতে দিন না.....।
ভোট আসলে তো আপনি মাত্র একটা ভোটের মালিক। আবার জাল ভোট হয়ে গেলে তো ওটারও মালিক আপনি না।
তাহলে কে ফোন দিল, কেন দিল, কবে বিরোধী দলের নেত্রী যাবেন, নাকি যাবেন না, এসব নিয়ে অনলাইনে এতো মাতামাতি কেন? আরে ভাই এটা তো কিছু টা ভাবনাহীন সময় কাটানোর জায়গা...............!!
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১২
এম এ হাসান মাহামুদ বলেছেন: ঠিক বলেছেন ভাই...!
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩
উড়োজাহাজ বলেছেন: কে ফোন দিল, কেন দিল, কবে বিরোধী দলের নেত্রী যাবেন, নাকি যাবেন না, এসব নিয়ে অনলাইনে এতো মাতামাতি কেন?
মাতামাতিটা মিডিয়ার আর কথিত গণতন্ত্র প্রেমীদের।