![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
কাদের মোল্লার ফাঁসি রাত ১২টা ১ মিনিটে কার্যকর করার কথা ছিল,
কাল সাড়ে ১০টা পর্যন্ত এটি স্থগিত করা হয়েছে.....
কিন্তু টেলিভিশনের স্ক্রল, অনলাইনগুলোর কয়েক মিনিট পর পর আপডেট, ফেসবুকে বিভিন্ন জনের পোষ্ট, অন্যের পোষ্টে কাদের মোল্লা নিয়ে কমেন্টস, ইত্যাদি, ইত্যাদি, দেখে সত্যি বিব্রত এবং অবাক হচ্ছি.......
কাদের মোল্লা যুদ্ধাপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয়েছে, ফাঁসির রায় দেয়া হয়েছে। এখন সেটা কার্যকর হচ্ছে। এটা একটা প্রত্যাশিত এবং স্বাভাবিক ব্যাপার।
কিন্তু লোকজনের উত্তেজনা দেখে মনে হচ্ছে, অপ্রত্যাশিত কিছু একটা হতে যাচ্ছে।
এতে নাচানাচি করার কিছু আছে কি?
বিচারে প্রমাণিত হয়েছে, অসংখ্য মানুষ মারা গেছে এই অমানুষটার জন্য। তার ফাঁসি অবশ্যই, অবশ্যই প্রাপ্য এবং খুব স্বাভাবিক বিষয়।
বরং ফাঁসি কমই হচ্ছে তার জন্য। আরো বড় শাস্তির দরকার ছিল।
তবে সাধারণ জনগণ হিসেবে আমাদের চাওয়া, ফাঁসির রায় কার্যকর হওয়ার কোনো রকম জের যেন আমজনতাকে সহ্য করতে না হয়।
একটা অপরাধীর জন্য যেন, নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হতে হয়।
নাশকতায় যেন কারো ক্ষতি না হয়।
সরকারকে ধন্যবাদ, এই সাহসী পদক্ষেপের জন্য।
তবে আমরা চাই, সরকার সেই নিশ্চয়তা দিক।
চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিত করুক...।
দেশ যুদ্ধাপরাধী মুক্ত হবে, ভাবতে ভাল লাগার মতো একটি বিষয়।
অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য ঘটণা।
©somewhere in net ltd.