![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
চলছে এইচএসসি ২০১৪। এবারের এইচএসসি-র শুরু থেকেই প্রশ্নপত্র ফাঁসের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। যদিও সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীর দাবি ‘প্রশ্নপত্র ফাঁস একটি গুজব’! বাংলাদেশের জন্য প্রশ্ন ফাঁস যেন এক স্বাভাবিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। কমলমতির পিএসসি কিংবা জেএসসি বা এসএসসি থেকে বাংলাদেশের সর্বোচ্চ আমলা নিয়োগের পরীক্ষা পিএসসি; এ অভিযোগ আর বিতর্কের উর্ধ্বে উঠতে পারছে না।
প্রশ্ন ফাঁসে একটি বিশেষ লবি বা মহল করলেও সাধারণ ছাত্র-ছাত্রীদের একটা বিরাট অংশ প্রশ্ন ফাঁসের রাহুগ্রাস থেকে মুক্ত থাকতো। কিন্তু এবারে প্রশ্ন ফাঁসের ভয়াবহতা যেন অতীতের সব রেকর্ডকে হার মানিয়েছে।মোবইল মেসেজ বা ফোনে সংকেতের মাধ্যমে আগে সাধারণত প্রশ্ন ফাঁসের কাজগুলো করলেও এবারে সম্পূর্ণ রাখ-ঢাক না রেখে সরসরি সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করে প্রশ্ন ফাঁস করা হয়েছে।
ফেইসবুকে এইচএসসি প্রশ্নপত্র বা সাজেশন্স লিখে সার্চ দিয়ে কয়েকটি পেইজ ঘুরে দেখা গেছে পরীক্ষা শুরুর অšত্মত ১৪ ঘন্টা সংশ্লিষ্ট বিষয়ের প্রশ্নগুলো দেয়া হয়েছে। কোন কোন পেইজে আবার বলা হয়েছে কমেন্ট করুন, ইনবক্সে প্রশ্ন পাঠানো হবে।
সবার জন্য উন্মক্ত সামাজিক যোগযোগ মাধ্যমে যদি এভাবি প্রশ্নপত্র ফাঁসের এমন নজির পাওয়া যায় তাহলে বা¯ত্মবে প্রশ্ন ফাঁসের ঘটনা কতটা ভয়বহ তা সহজেই অনুমেয়।
০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৯
এম এ হাসান মাহামুদ বলেছেন: জানি না ভাই....
মনে হচ্ছে এফবিই হবে, হাহহাহা
২| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২১
একজন ঘূণপোকা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৩
sania বলেছেন: গতরাতে এফবিতে আমার স্টাটাস ছিল :-
" কারো কাছে কি স্পেশাল সাজেশন হবে ? "