![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
ছোটবেলা থেকে অনার্স পর্যন্ত কমপক্ষে ১৫০ থেকে ২০০ টি বই পড়তে হয়।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এতগুলো বইয়ের মধ্যে আমাদের জীবনের জন্যে সবচেয়ে অত্যাবশ্যকীয় বই, আল কোরআন স্থান পায়না।
-- সাময়িক কিছু বিনোদনের জন্যে আমরা হাজার হাজার টাকা খরচ করে হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল ও অন্যান্য সাহিত্যিকদের বই, বিভিন্ন
মুভি ডিস্ক এবং আরও কত কি কিনতে পারি! এটা খারাপ বলবো না। কিন্তু আমরা মাত্র ৫ থেকে ৬শ টাকা খরচ করে জীবন পরিচালনার সর্বশ্রেষ্ঠ মূলনীতি আল কুরআনকে বুঝার জন্যে একটা তাফসীর বা কয়েকটি ইসলামিক বই কিনতে পারিনা।
-- বন্ধুদের আড্ডায়, হোটেলে খেতে বসে কয়েক হাজার টাকা একসাথেই খরচ করি আমরা।
কিন্তু কয়েকশো টাকা দিয়ে হাদিসের বই ক্রয়ে আমরা কার্পণ্য দেখাই।
-- সাময়িক সুখের খোঁজে গার্ল, ফ্রেন্ডের সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলি।
কিন্তু চিরস্থায়ী সুখের সন্ধানে মাত্র দেড়-দুই ঘন্টায় ফরয পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে আমাদের সময় থাকেনা ।
--পরনোগ্রাফি, অশ্লীলতা, বেহায়াপনা ও নগ্ন সিনেমা নিয়ে আমরা আলোচনা করতে সুখানুভুতি লাভ করি।
অথচ ইসলাম নিয়ে বা ভালো বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের
বিরক্তবোধ হয়। এর মধ্যে জামায়াত হেফাজত খুঁজি।
-- শিক্ষক, প্রশাসন, উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের সামনে দাড়াতে ভয় লাগে।
অথচ মহান স্রষ্টার দেয়া বিধান না মানার শাস্তির ভয়ে আমাদের হৃদয়ে একটুও কাপন ধরেনা ।
... ... ... ... ... ... ... ।
এতো কিছুর পরেও নির্লজ্জের মতো আমরা নিজেদের মুসলিম বলে দাবী করি !!!
দুনিয়ার দিকে ঝুঁকে সংশোধিত না হয়ে, পরকালে মুক্তির আশা করি !!!
অথচ আল্লাহ বলেছেন, “বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকালের জীবনই সর্বোৎকৃষ্ট ও চিরস্থায়ী" । (সূরা আলা ১৭-১৮)
কার্টেসি: ফকরুদ্দিন আহমদ রোকন ভাই এবং ঈষৎ অনুলিখিত..
২| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৯
সাধারন এক মেয়ে বলেছেন: এক টুকরো জমি কিনতে আমরা কত যাচাই বাছাই করে কিনি যে আসলেই তা নকল নাকি আসল অথচ নিজের আত্নার অস্তিত্ব যেই বিশ্বাসের সাথে জড়িত সেখানে কোন যাচাই বাছাই করি না। ভেবে দেখিনা যে আসলেই আমি কি সত্যের উপর প্রতিষ্ঠিত নাকি একটা মিথ্যা বিশ্বাসের উপর!!!!
৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২
নীল জোসনা বলেছেন: ভাবনার বিষয় ।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪
মিছবাহ পাটওয়ারী বলেছেন: হাসান ভাই, চমৎকার পোস্ট। সাময়িক বিনোদনের জন্য আমরা নৈতিক-অনৈতিক কত কি করি? অথচ মানুষের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত একমাত্র সংবিধান আল কুরআনকে অনুধাবন করার জন্য আমরা একটা তাফসীর বা কয়েকটি ইসলামিক বই কিনতে পারি না।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৭
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: হুম............
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩০
আলী খান বলেছেন: সুন্দর লিখেছেন.....