নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

সত্যিই বুঝিনা, মোদীর প্রতি আমাদের এতো চাওয়া কেন?

১৮ ই মে, ২০১৪ রাত ১২:৩২

ব্যক্তিগত ভাবে মোদী সরকার কিংবা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে আমার পছন্দ না। এর যথেষ্ট যুক্তিসঙ্গত কারণও আছে। এ নিয়ে ব্লগে এবং ফেসবুকে বেশকয়েকটা লেখাও লিখেছি।



গত দুদিনে মোদীকে আরো অনেক বিজ্ঞজন, ফেবু, সামুসহ অনেকের লেখা পড়েছি। এর মধ্যে বেশির ভাগ জনই বলেছেন, মোদীকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, ভারতে মুসলিম হত্যা বন্ধ করতে হবে, কেউ বলছেন ভারতের পররাষ্ট্রনীতি যেন বাংলাদেশ বান্ধব হয়...... এ রকম অনেক কথা।



এগুলো আমিও চাই। কিন্তু কথা হচ্ছে অন্য কিছু।

আমরা কেন মোদীর কাছে এতো কিছু চাইবো, এতো কিছু আশা করবো?



কংগ্রেস আমাদের কি দিয়েছিল?

কংগ্রেসের আমলে কাঁটাতারে কী আমাদের বোন ঝুলেনি?

আমাদের কয়টা পণ্য গত ১০ বছরে ভারতে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পেয়েছে?



এই হিসাবগুলো কেন আমরা করছি না!

সব যেখানে ফাঁকি, সেখানে মোদী ক্ষমতায় আসলেই কী, আর গান্ধীর উত্তরসুরিরা আসলেই বা কী?



কংগ্রেস হয়তো শক্ত হাতে বাংলাদেশের জঙ্গীবাদ দমন করতে চেয়েছিল। কিন্তু এর ফল কী হলো?

তখনও বাংলাদেশ সরকার কিছু বলেনি।

এখন বিজেপি বলছে, সীমান্ত এলাকা আর ভারতে অবস্থিত মুসলিম, এই দুটো বিষয় সুরাহা করবে।

এখনও বাংলাদেশ সরকার কিছু বলবে বলে মনে হয় না।



এ জন্য আমার মনে হয়, মোদীর কাছে কিছু প্রত্যাশা না করে, বরং আসুন আমাদের সরকারকে কিছু পরামর্শ দেই, মোদী সরকারের বিষয়ে...।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ রাত ১:১৪

saamok বলেছেন: কারন আমরা সবসময় ভুল করি।

১৮ ই মে, ২০১৪ রাত ১:৪১

এম এ হাসান মাহামুদ বলেছেন: ঠিক তাই, ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.