![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বালাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে ২৬ জন বিদেশি ও ১৪ জন দেশীয় বিমান চলাচল বিশেষজ্ঞসহ ৪০টি আবেদন পড়েছে।
কাগজে কলমে প্রতিষ্ঠানটি অলাভজনক হলেও, মানুষের কাছে প্রতিষ্ঠারটি কতটা লোভনীয়, আল্লাহই জানে!!
এখানে বলা রাখা দরকার, বিদেশি ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে কেভিন স্টিল গত ১৭ এপ্রিল বিদায় নেওয়ার আগেই বিমান এই পদে লোক চেয়ে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে বিমান চলাচল খাতে ২০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বিমান সূত্রে জানা যায়, আবেদনকারী দেশীয় প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর (অব.) জাকীউল ইসলাম, সাবেক এমডি মাহমুদুর রহমান, বিমানের সাবেক পরিচালক (প্রশাসন) মেজর (অব.) আবদুস সালাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এয়ার কমোডর (অব.) ইকবাল হোসাইন। এর আগে বিমানে কেভিনকে নিয়োগের আগেও একই ধরনের যোগ্যতা চাওয়া হয়েছিল। ওই সময় ৪২ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল মাত্র কয়েকজনকে। দেশীয় আবেদনকারীদের কাউকে ডাকাই হয়নি। এবারও বিদেশি কাউকে নিয়োগ দেওয়া হতে পারে বলে বিমানের একটি সূত্র জানিয়েছে।
২৮ শে মে, ২০১৪ সকাল ৯:৩৫
এম এ হাসান মাহামুদ বলেছেন: ঠিক বলেছেন ভাই..
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ সকাল ৮:১৯
ঢাকাবাসী বলেছেন: দিশি মাল নেয়না কারন দিশিরা ওরকম ঘুষ দেয়না। আর যারা আবেদন করেছে তারা কাগজে লিখে দিলেই হয়--- চেযারম্যানরে এত, বোর্ড মেম্বাররে এত আর তাগো বসরে এত তাইলেই চাকরীটা পায়!