নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

এমপি, মন্ত্রীদের জানতাম। কিন্তু পথশিশু ভাড়া করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে হয়, জানা ছিল না....

১২ ই জুন, ২০১৪ রাত ১২:১১

সময় বেলা আড়াইটা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে যুবলীগের নেতাকর্মীরা বিজয় স্বরণী এলাকা ত্যাগ করছেন। এরই মাঝে দেখা গেল বিজয় স্বরণীর নভোথিয়েটার সংলগ্ন কর্নারে ৮-১২ বছর বয়সী একদল পথশিশু জড়ো হয়েছে। কাছে যেতেই দেখা যায় দুজন যুবক প্রত্যেককে ৫০-১০০ টাকা করে দিচ্ছেন।

এ সময় আলামিন নামের এক পথশিশু বলে, ‘মিছিলে আসলে টাকা পাই, তাই আসি। এসব রাজনীতি আমরা বুঝি না। আরও অনেকেই নেয়।- বলে সে দৌঁড়ে পালিয়ে যায়।

পরে টাকা প্রদানকারীদের কাছে গেলে তারা কথা বলতে রাজি হননি। নাম পরিচয় জিজ্ঞেস করতেই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ সময় পাশে থাকা যুবলীগের একাধিক নেতাকর্মী জানান, যুবলীগের কেউ কেউ টাকা দিয়ে পথশিশুদের ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসে। জনসংম্পৃক্ততা না থাকলেও টাকা দিয়ে তারা রাজনীতিতে অবস্থান সৃষ্টি করতে চায়।



চীন সফর শেষে দেশে ফেরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে রাজধানীর বিজয় স্বরণী এলাকায় অবস্থান নেয় যুবলীগের নেতাকর্মীরা। তবে যুবলীগের কর্মসূচী থাকলেও এতে অংশ নেওয়া এমন অনেককেই দেখা গেছে যাদের বয়স ৮-১৫ বছর। কর্মসূচী শেষে বিজয় স্বরণী মোড়ে প্রকাশ্যেই তাদের টাকা বিতরণ করা হয়েছে। নিজেদের অবস্থান দেখাতে যুবলীগের কেউ কেউ এসব ভাড়া করা পথশিশুদের বিভিন্ন কর্মসূচীতে নিয়ে আসেন বলে জানা গেছে।



কার্টেসি: দ্য রিপোর্ট

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ রাত ১২:২৭

পংবাড়ী বলেছেন: জানার শেষ নেই

১২ ই জুন, ২০১৪ রাত ১২:৩৯

এম এ হাসান মাহামুদ বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা .

২| ১২ ই জুন, ২০১৪ রাত ২:০৬

কানা দাজ্জাল বলেছেন: এই দেশে পংবাড়ীদের মত পা চাটা নেড়ী কুত্তার অভাব নাই। তারা হাড্ডি মনে কইরা পা চাটে। পা চাটার জন্য ভ্যাট হিসেবে বাচ্চাগুলোকে নিয়ে এসেছে। এইসব সেই প্রবাদ মনে করিয়ে দেয়, "দেখছি কত দেখব আর ছুচোর গলায় চন্দ্রহার"।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.