![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
'বাংলাদেশে শান্তি নিশ্চিত করো' এই কথাটা বলা, ভারত, চীন বা যুক্তরাষ্ট্রের তো মানায় না।
যেখানে গ্লোবাল পিস ইনডেক্সে বাংলাদেশের নীচে এসব দেশের অবস্থান..!! বাংলাদেশে শান্তি চাই, শান্তি চাই বলে গলা ফাটানো দেশ ভারতের অবস্থান ১৪৩তম, যা কিনা বাংলাদেশ থেকে ৪৫ অবস্থান নীচে।
চোরে না শুনে ধর্মের কাহিনীর মতো হয়ে গেল না ব্যাপারটা...?
এবার মূল কথায় আসি। বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর তালিকা গ্লোবাল পিস ইনডেক্সে ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশ ৯৮তম শান্তির দেশ। গত বছরের তুলনায় এগিয়েছে বাংলাদেশ।
এর আগে ২০১৩ সালে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০৫তম। শান্তিপূর্ণ দেশের তালিকায় এক নম্বরে রয়েছে আইসল্যান্ড। আর সবচেয়ে অশান্তির দেশ যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। যে দেশটি তালিকার শুরুতে, সেই দেশ অপেক্ষাকৃত শান্তির ধরা হয়েছে।
এছাড়া ১৩৬তম স্থানে মিয়ানমার, ১০৮তম স্থানে চীন ও ১০১তম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় ভারতের অবস্থান ১৪৩তম। প্রতি বছর এ তালিকাটি প্রকাশ করা হয়।
বৃটেনের দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্বজুড়ে শান্তি নষ্ট হয়েছে। মোট ২২টি ক্যাটাগরির ভিত্তিতে এ ইনডেক্স প্রস্তুত করা হয়। এ বছর চারটি ক্যাটাগরিতে বিশ্বের শান্তি নষ্ট হয়েছে। এগুলো হলো সন্ত্রাসী কার্যকলাপ, অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের সঙ্গে সংঘর্ষ-সংঘাত, দেশের জনগণের একাংশকে বিবেচনার বাইরে রাখা এবং দেশের অভ্যন্তরে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকান্ডে নিহতের ঘটনা। ভারতে শান্তি নষ্ট হওয়ার পেছনে প্রধানত মাওবাদী হামলাকে দায়ী করা হয়েছে।
২১ শে জুন, ২০১৪ রাত ১২:৫৯
এম এ হাসান মাহামুদ বলেছেন: খারাপ বলেন নি দাদা...
২| ২১ শে জুন, ২০১৪ ভোর ৬:৪৬
ঢাকাবাসী বলেছেন: মনে হয় ইনু এটা টাকা দিয়ে লিখিয়েছে!
৩| ২১ শে জুন, ২০১৪ সকাল ৯:২০
এরোস্পেশিয়ান বলেছেন: হাসান মাহমুদ ভাই, আপনার তথ্যের লিংকটা দিলে ভালো হতো।
ঘোষাল দাদা, এখনই নাচাটা ঠিক হবে বলে মনে হয় না। কেবল তো মাত্র শুরু, আরোও ানেকদূর যেতে হবে যে। ানেকপ্রাপ্তি বাক।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৪ রাত ১২:৪৭
সৌভিক ঘোষাল বলেছেন: বেশ তো এবার ক রাউন্ড তা তা থই থই হয়ে যাক। ভারতের থেকে শান্তির দেশ যখন তখন আর পৃথিবীতে প্রাপ্তির বাকি কি থাকল ?