![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
আপনাকে নির্বাক করে দেয়ার জন্য এই ছবিটা কী যথেষ্ট নয়??
এটা আফ্রিকার কোন দেশের চিত্র না।
এটা পৃথিবীর এমন এক ধনি দেশের চিত্র যে দেশের মানুষ ৭৫০০০ টাকা দিয়ে কনসার্ট দেখে, যে দেশের মানুষ গিনেস বুকে নিজের নাম উঠানোর জন্য ৯০ কোটি টাকা খরচ করে।
এটা এমন এক দেশের চিত্র যে দেশের মানুষ ৩০০ টাকা দিয়ে সিনেমা দেখে কিন্তু ভিক্ষুককে ২ টাকা দিতে গড়িমসি করে।
এটা এমন এক দেশের চিত্র যে দেশের তরুণরা ১০০০ টাকা খরচ করে গার্লফ্রেন্ডের সাথে চাইনিজ খাই,
এটা এমন এক ধনি দেশের চিত্র যে দেশের মন্ত্রীর কাছে ৪ হাজার কোটি টাকা কিছুই না।
পোষ্টটা ধার করা...RadioMunna.com থেকে
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৩৮
এম এ হাসান মাহামুদ বলেছেন: শাকিল ভাই, আমরা আসলে সবাই ভাবি, কিন্তু বলিনা বা বলার অবসর, সুযোগ বা টান পাই না।
২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:০৩
সুমন কর বলেছেন: চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না। শক্তি, সার্মথ্য বা সাহস হয় না।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:০৭
এম এ হাসান মাহামুদ বলেছেন: এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ভাই...
৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:১৮
আমিন পরবাসী বলেছেন: আসলেই নির্বাক আমি।
৪| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৫৭
এইচ. ইমরান বলেছেন: এই ছবিটি প্রমান করে, আমাদের জানোয়ার হওয়ার আর কিছু অবশিষ্ট নেই। তা না হলে কেন আমাদের কুকুরের মত করে খাবার কুড়িয়ে খেতে হবে।
আর আমাদের সরকার বলে, এখন আর কেউ না খেয়ে থাকে না। এটাকেই কি ওরা খাওয়া বলে?
এর দায় অবশ্যই সরকারের।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৩৭
আবু শাকিল বলেছেন: এ দেশে অনেক কিছুই সম্ভব ।যা আপনি আগে ভাবেন নাই।