নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধিজীবী কিংবা সুশীল নাগরিক চেনার সহজ উপায় ....!

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:২৩

বলছি, বুদ্ধিজীবী কিংবা সুশীল নাগরিকদের কথা..!

আগে এই মহান ব্যক্তিগণের সংজ্ঞাটা জেনে নেই।



আমি কিন্তু এমন নই, তেমন নই>

কথাগুলো যারা হরহামেশা বলে, চোখ বন্ধ করে ধরে নিবেন, এরা উপরে উল্লেখিত এলিট শ্রেনীর প্রতিনিধি।



টাকায় আমি কখনো সর্ম্পক বিচার করি না>

এই কথা তারা প্রসঙ্গ আসলেই বলেন।

চিন্তা-ভাবনা ছাড়া ধরে নিবেন, এরা স্বার্থপর গোত্রের এলিট শ্রেনীর প্রতিনিধি।



আপনাকে ভাল লাগে, কারণ আপনার মধ্যে লোভ নেই>

ছোট-বড় সব ধরনের ডিলিংসের বেলায় তিনারা এই বাক্যগুলো চোখ-কান বন্ধ করেই বলেন।

বুঝে নিবেন, এরা অকর্মন্য একই সঙ্গে লোক-ঠকানো এলিট শ্রেনীর প্রতিনিধি।



আপনাকে দিয়েই আমার হবে, আপনাকে ভাল লেগেছে আমার>

মানুষকে মিথ্যা স্বপ্ন দেখানোর জন্য উনারা এই বাক্যগুলোই মূলত ব্যবহার করেন।

তখন বুঝে নিবেন, এরা স্বপ্নঘাতক, শ্রমের মূল্য না দেয়া ও মেধাচুরির ফন্দি নিয়ে চলা এলিট শ্রেনীর প্রতিনিধি।



তোমার এই কাজটা ভালই, তবে আরো ভাল হতে পারতো>

কথাটা প্রায়ই তিনারা বিজ্ঞের মতো বলেন।

তখন বুঝে নিবেন, এরা অতিলোভী এলিট শ্রেনীর প্রতিনিধি।



উনাদের আরেকটা সংজ্ঞা হলো, উনারা ক্ষ্যাপেন না।

শিভ খেরার সেই অমর বাণী উনারা অক্ষরে অক্ষরে মেনে চলেন, তা হলো:

'রাগলেন তো হারলেন'।

উনারা এলিট শ্রেনীতে পা দেয়ার সাথে সাথে পিঠের চামড়াটা গন্ডারের কাছ থেকে ধার করে নেয়...।



বি:দ্র: তিনাদের সংজ্ঞা আরো অনেক প্রকারেরই আছে। কিন্তু এখানে লিখতে চাইছি না, তাহলে আবার আমার ওয়ালে থাকা বেশ কয়েকজন এলিট শ্রেনীর প্রতিনিধির কাঁটা গায়ে নুনের ছিঁটে পড়ে যাবে.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.