![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
পৃথিবীর আজিব নিয়ম। যুদ্ধে অস্ত্রের অভাব হয় না, অথচ খাদ্যের জন্য ঠিকই অভাব হয়।
সিরিয়া ও ইরাকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আইএস জঙ্গি নির্মূল করার অভিযান চালিয়ে যাচ্ছে। আর এদিকে টাকার অভাবে সিরিয়ার অন্তত ৮ লাখ উদ্বাস্তুদের খাদ্য সহায়তা চালিয়ে যেতে অপারগতা জানাল জাতিসংঘ। সংস্থাটির জরুরি ত্রাণ সমন্বয়কারি ভ্যালেরি আমোস ঘোষণা দিয়েছেন, নতুন করে অর্থ না পেলে আগামী দুই মাস পর আর কোনো খাদ্য সহায়তা দেয়া যাবে না সিরিয়ার উদ্বাস্তুদের।
আমরা আসলে কোন পৃথিবীতে বাস করছি..?????
এ বছর সিরিয় উদ্বাস্তুদের জন্যে খাদ্য সহায়তা অব্যাহত রাখতে আরো অন্তত ৩৫২ মিলিয়ন ডলার প্রয়োজন। এই টাকা যোগানোর কোনো লক্ষণ তো নেই-ই। বরং আইএস জঙ্গিদের সন্ত্রাস থেকে প্রাণ বাঁচাতে আরো হাজার হাজার সিরিয় নাগরিক উত্তর আলেপ্পো থেকে উদ্বাস্তু হিসেবে পালিয়ে আসছে। গত কয়েক দিনে এভাবে অন্তত ১ লাখ ৬০ হাজার সিরিয় নাগরিক আলেপ্পো থেকে খালি হাতে তুরস্কে আশ্রয়ের খোঁজে গিয়েছে। তাহলে এদের কী অবস্থা হবে?
একদিন পরেই দেশটিতে কোরবানি ঈদ। কোরবানি তো তারা দিতেই পারবে না। এদিন কতো মুসলিম না খেয়ে থাকবে, তার কোনো হিসেবও কেউ রাখবে না।
মুসলিমরা কবে যে শান্তি পাবে? আর ইসলাম নিয়ে, ধর্মকে পুঁজি করে রাজনীতিও বা কবে বন্ধ হবে?
©somewhere in net ltd.