নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

জয়তু ভাষা মতিন, যার কর্নিয়াতে পৃথিবী দেখছে শিক্ষক ও স্বাস্থকর্মী

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৭



কিসে যে তাঁহার উপমা হবে সেটাই ভাবনার বিষয়। বলছি আমাদের অহঙ্কার ভাষা মতিনের কথা।
এই কিংবদন্তী মানুষটির কর্নিয়াতে পৃথিবী দেখছে শিক্ষক ও স্বাস্থকর্মী।
একজন ফেনীর কলেজ শিক্ষক ইকবাল কবির অন্য জন স্বাস্থ্য কর্মী রেসমা নাসরিন। দুজনই এতদিন দেখত মাত্র একটি চোখে।

জয়তু মতিন আঙ্কেল, জয়তু ভাষা মতিন...আপনি জান্নাতবাসী হোন।

যতদিন বেঁচে ছিলেন যতদিন দেশের জন্য ছিলেন গর্বের আলোকিত এক মানুষ। মায়ের ভাষায় অধিকার রক্ষায় তার ঋণ চিরদিনের জন্য যেমন উজ্জ্বল তার কর্মময় জীবন, তেমনি মরনেও অম্লান ভাষা সৈনিক আব্দুল মতিন। তার দান করে যাওয়া দুচোখ দুজনকে দিয়েছে নতুন করে পৃথিবী দেখার সুযোগ।

ইকবাল করিম আবারো দুচোখ ভরে দেখতে পান খোলা আকাশ। দেখেন পুথিবীটাকে। কদিন আগেও যার কাছে সুন্দর পৃথিবীটাকে দুচোখ ভরে দেখাটা ছিল শুধুই স্বপ্ন। তার সেই স্বপ্ন পূরণ হয়েছে ভাষা সৈনিক আব্দুল মতিনের দান করা চোখে।

স্বাস্থ্যকর্মী রেশমা নাসরিন চাকরি করেন ধামরাই উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে । দুই বছর আগে কর্নিয়া সমস্যা ক্যারাটো কনাস রোগে আক্রান্ত হয়ে তার বাম চোখের আলো নিভে গিয়েছিল। তার সেই চোখেও আলো জালিয়ে গেছেন ভাষা সৈনিক আব্দুল মতিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.