নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

তৃতীয় কোনো পক্ষ রাজনৈতিক সংঘাতের সুযোগ নিচ্ছে না তো!

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

অবরোধে বিএনপি মাঠে নেই বললেই চলে। যদিও বিচ্ছিন্ন ভাবে তারা বিভিন্ন কর্মকান্ড চালাচ্ছে। কিন্তু এর বাইরেও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। অবরোধের আড়ালে চোরা হামলার বিষয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেগ হয়েছে। তৃতীয় কোনো পক্ষ রাজনৈতিক সংঘাতের সুযোগ নিচ্ছে না তো!

ফেসবুক থেকে শুরু করে আড্ডাতেও আলোচিত হচ্ছে এ বিষয়টি নিয়ে। ফেসবুকে লিখা হচ্ছে প্রথমতো আওয়ামীলীগ ও বিএনপির বাইরে একটি অদৃশ্য শক্তি এসব ঘটনা ঘটাচ্ছে। অবরোধকে ঢাল হিসাবে ব্যবহার করে আওয়ামীলীগ নিজেরাই এসব কাজ করছে। অনেকে বলছেন বিএনপি তার নিজের দলের ভিতরেই প্রতিদ্বন্দিকে বেকায়দায় ফেলার জন্য হামলাগুলো করছে।

টানা অবরোধের বিভিন্ন হামলার বিশ্লেষণে দেখা যায় বিশেষ করে ঢাকায় হামলাগুলো হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। যেমন হাইকোর্টে বইয়ের ভিতরে বোমা রাখা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোহরাউয়ার্দ্দী উদ্যানে জনসভা করার সময় বাইরে ককটেল বিস্ফোরণ। তখন অবশ্য প্রধানমন্ত্রী জনসভায় এসে পৌঁছেননি।
স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিমের জনসভার বাইরে ককটেল বিস্ফোরণ। আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় বোমা হামলা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদ্দুজ্জামান খান কামালের বাসার সামনে ককটেল বিস্ফোরণ। যুবলীগ সভাপতি ওমর ফারুকের বাসায় ককটেল বিস্ফোরণ। বিচারপতি রেজাউল হকের গ্রামের বাড়িতে হামলা। বিচারপতি গোবিন্দ ঠাকুর ও আবু তাহেরের ঢাকার বাসার সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ককটেল খুঁজে পাওয়া গিয়েছে। এফবিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিনের বাসায় বোমা হামলা হয়েছে।

অন্যদিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি ও তার গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এরআগে বেগম জিয়ার আরেক উপদেষ্টা সাবিহউদ্দিন আহমদের গাড়িতে অগ্নি সংযোগ। আব্দুল আওয়াল মিন্টুর গুলশানের বাসা লক্ষ্য করে গুলি। মঈনখান ও খন্দকার মোশারফ হোসেনের বাসা লক্ষ্য করে গুলি।খন্দকার মাহবুব উদ্দিনের মালিবাগের চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের বাসার সামনে ফাঁকাগুলি হয়েছে।

এসব আসলে কিসের আলামত বহন করছেম, আমাদের কর্তাব্যক্তিদের একটু ভাবা দরকার বৈকি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.