নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

সংযোগ ছাড়াই ইন্টারনেট.!

১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছেন। সেখানে ইন্টারনেট তো দূরের কথা মোবাইল নেটওয়ার্কও হয়তো ভালোমতো পাওয়া যায় না। তাহলে কীভাবে চলবে আপনার ব্যবসা-বাণিজ্য? অথবা ই-মেইল চেক করা? এই অবস্থা শুধু গ্রামেই নয়, শহরেও কোনো টানেল, লিফট কিংবা বাড়ির ভিতরে হয়ে যেতে পারেন ইন্টারনেটবিহীন।

এই অবস্থা থেকে মুক্তি দিতে এলো বি-বাউন্ড (be-bound) এপ্লিকেশন। কোনোরকম ওয়াইফাই, থ্রি জি, ফোর জি এমনকি ইন্টারনেট কানেকশান ছাড়াই আপনাকে সংযুক্ত রাখবে ভার্চুয়াল জগতের সাথে। টু জি নেটওয়ার্কেও এটি সমানতালে কাজ করে যাবে।

বি-বাউন্ড এপ্লিকেশন ইন্টারনেটের ডাটা প্ল্যান ছাড়াই আপনাকে আপনার ই-মেইল, নিউজ, শেয়ার বাজার সংবাদ, আবহাওয়া সংবাদ, লোকেশন ইত্যাদি জানতে সাহায্য করবে। এটি মূলত এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে।

যেখানে থ্রি জি বা ফোর জি’র নেটওয়ার্ক থাকবে সেখানে বি-বাউন্ড ব্যবহারে কোন চার্জ না লাগলেও যেখানে কোনো ইন্টারনেটের কানেকশান থাকবে না সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটবে এই এপ্লিকেশন।

নেট কানেকশান না থাকলে বি-বাউন্ডের উন্নত ক্লাউড টেকনোলজি আপনার মোবাইলে মেসেজ পাঠিয়ে আপনাকে ভার্চুয়াল জগতের সাথে সংযুক্ত রাখবে। সেক্ষেত্রে যার যার মোবাইল নেটওয়ার্কের নির্ধারিত মেসেজ রোমিং চার্জ কেটে নেয়া হবে।

এপ্লিকেশনটি একেবারে ফ্রিতেই স্মার্টফোনে ডাউনলোড করা যাচ্ছে। সুতরাং ডাউনলোড করুন, ইন্টারনেট খরচ বাঁচান।

সংগ্রহ: ইন্টারনেট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.